v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-26 19:16:00    
শিক্ষকদের জন্য গান

cri
    ১০ সেপ্টেম্বর চীনের 'শিক্ষক দিবস'। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য কয়েক জন শিক্ষককে প্রশংসা করা কয়েকটি গান শুনাবো। শ্রুতিমধুর সংগীতের মাধ্যমে আমরা শিক্ষকদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও গভীর সম্মান প্রকাশ করছি।

    এখন আপনারা যে গান শুনচ্ছেন, তা 'ছোট তারা' শিশু গায়ক দলের 'হে, শিক্ষক, হে আমার মা' গান। শিশুরা মন প্রান দিয়ে গানটি গেয়েছেঃ আমি শিক্ষককে ভালবাসি। আমি মাকে ভালবাসি। কিন্তু আর কাকে ভালবাসা আরো বেশী। আমিও জানি না। কারণ মা কঠোর শিক্ষকের মতো। কারণ শিক্ষক আমার প্রিয় মায়ের মতো। মানবজাতির বাগানে তাঁরা আমাদের ফুলের মতোই জীবনকে লালন-পালন করেন। মা হচ্ছেন জীবনে প্রথম শিক্ষক। বরং শিক্ষক হচ্ছেন আত্ম প্রতিকৃতি রচনা করার মা।

    এতক্ষণ আপনারা 'ছোট-তারা' শিশু গায়ক দলের কন্ঠে 'আহা, শিক্ষক-আমার মা' নামক গানটি শুনলেন।

    চীনে শিক্ষককে সব সময় মালী বলা হয়। তারা পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে ফুলের মতই ছোট শিশুকে লালন-পালন করেন। মানুষ শিক্ষককে মোমবাতি বলা হয়। তারা নিজেকে ছাই করে শিশুদের পথ আলোকিত করেন।

    এখন শুনুন বিখ্যাত গায়িকা লিয়াং নিং-এর গাওয়া 'শিক্ষকদের জন্য গান'। গানের অর্থ এমনঃ শরতকালের হাল্কা বৃষ্টি আকাশ থেকে ঝরে। রাতের বাতাস বৃক্ষে দোলা দিয়ে যায়। পরিশ্রমী মালীর মনে হাজার হাজার শিশুর গাছ রয়েছে। প্রত্যেকটি বাতি আপনাকে আলোকিতকরে। প্রত্যেকটি লাল ফুল আপনার জন্যে হাসে। প্রিয় শিক্ষক, আপনি নিজেকে ভুলে গিয়েছেন। আপনি ক্লান্ত হয়তো ভূলে গিয়েছেন। আপনি মোমবাতির মতো নিজেকে ছাই করেন এবং আমাদের অসংখ্য শিশুদের ভবিষ্যতের সাফল্যের পথ আলোকিত করেন।

    এতক্ষণ আপনারা লিয়াং নিংয়ের কন্ঠে 'শিক্ষকদের জন্য গান' নামক গানটি শুনলেন। এখন শুনুন রাজনৈতিক শিক্ষক গায়ক দলের গান 'উড়ে আসা পাঁপড়ি'। এই গানের শব্দের রচয়িতা ওয়াং আন একজন শিক্ষিকা ছিলেন। তিনি ছাত্রছাত্রীদের কাছে খুবই সুপরিচিত। প্রতিটি শব্দেই তিনি ছাত্রছাত্রীদের চিঠি রঙিন পাঁপড়ির সঙ্গে উপমা দিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে গভীর হৃদয়ানুভূতির প্রশংসা করেছেন। বিখ্যাত রচয়িতা হুও সি সিয়ানের কর্ম শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসার আবেগ তুলে ধরা হয়েছে। গানের অর্থ এমনঃ উড়ে আসা চিঠি রঙিন পাঁপড়ির মতো। এক একটি অক্ষরে যেন সর্বাঙ্গ উজার করে সম্মরণের কথা পাঠিয়েছে। এ যেন শিক্ষকের জন্য শুভেচ্ছা এবং শ্রেষ্ঠ উত্তর পত্র। এক একটি পাঁপড়ি বসন্তের বাতাসে উড়ে বেড়ায় । সে যে অনুরণনের মধ্য দিয়ে শিক্ষকদের অভিনন্দনের উত্তর দেয়।

    প্রতি বছরের ১০ সেপ্টেম্বর চীনে সবচেয়ে আড়ম্বরপূর্ণ দিন এবং শিক্ষক-শিক্ষিকাদের সবচেয়ে সুখের দিন। ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের জন্য শিক্ষক দিবস উদযাপন করে এবং শিক্ষকদের অভিনন্দন জানায়। গভীর আবেগের সঙ্গে তারা গান গায়ঃ আজ আপনাদের জন্ম দিন। প্রিয় শিক্ষক, আমাদের একটি ছোট্ট আশা আছেঃ আপনারা চিরদিন সুখে থাকেন এবং সুস্থ থাকেন। আপনারা নিজেদের জীবন দিয়ে প্রত্যেক শিশুর জ্ঞানকে উজ্জিঠীত করেন। আপনারা ভালোবাসা দিয়ে প্রত্যেক শিশুকে শান্তি দেন। প্রিয় শিক্ষক, যেখানেই আমরা যাই আর থাকিনা কেনো, আপনাদের চোখের আলো এবং আশা আমাদের মনে চিরদিন রাখবে। এখন শুনুন সাংহাই টি ভি কেন্দ্রের ছোট তারা গায়ক দলের গান 'শিক্ষকের জন্ম দিন'।

    বড়ো হয়ে ওঠার প্রক্রিয়ায় মা, শিক্ষক ও দেশ থেকে অর্জিত ভালোবাসা হচ্ছে সবচেয়ে নিঃস্বার্থ ও পবিত্র। 'অবিস্মরণীয়' গানটিতে সংগীতের সুর লহরীর মধ্য দিয়ে শিক্ষকের প্রতি সবার আন্তরের গভীর ধন্যবাদ এবং মা ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়েছে। আসুন, এখন আমি এই গানটি আপনাদের শোনাবো।

    'মা আমাকে লালন-পালন করেছেন আমি ভুলবো না। মায়ের ভালোবাসা গভীর সমুদ্রের মতো। আমি তা মনে রাখি। শিক্ষক আমাকে শিক্ষাদান করেন। শিক্ষকের ভালোবাসা পাহাড়ের মতো। আমি তা মনে রাখি। আপনি আমার সুখের দিনকে নির্মাণ করেছেন। দেশ আমাকে বাঁচতে শেখায়। দেশের ভালোবাসা সমুদ্র ও পাহাড়ের চেয়েও বেশী। যে শিক্ষক, আমরা আপনার সমৃদ্ধির জন্য, সুখের জন্য, অতলান্ত শান্তির জন্য প্রার্থনা করি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভূবন এখানে শেষ হল, শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে।