নেপাল সরকার ২৫ সেপ্টেম্বর রাতে ঘোষণা করেছে, সাত সদস্য নিয়ে গঠিত উচ্চপদস্থ তদন্ত কমিটি ২৩ সেপ্টেম্বর সংঘটিত হেলিকপ্টার দুর্ঘটনা তদন্ত করবে।
নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সরকার ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার আদেশ দিয়েছে।
দু'দিন অনুসন্ধানের পর নেপালের উদ্ধারকর্মীরা ২৫ সেপ্টেম্বর বিকালে পূর্বাঞ্চলের পাহাড়ী অঞ্চলে বিদ্ধস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। বিমানে ২৪ জনের সবাই নিহত হয়েছেন, এর মধ্যে ৭ জন নেপালী আর ১৭ জন বিদেশী। নিহতদের মধ্যে বহু আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাও রয়েছেন।
উল্লেখ্য যে, বিশ্ব প্রাকৃতিক তহবিল রাশিয়ার তৈরি মি-১৭ হেলিকপ্টার ভাড়া করেছিল। ২৩ সেপ্টেম্বর দুপুরে এই হেলিকপ্টার কাঠমুন্ডুর পূর্বের একটি পাহাড়ী অঞ্চলের বিমান বন্দর থেকে উড্ডয়নের পর কিছু ক্ষণের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। বিশ্লেষকরা মনে করেন, সম্ভবত হেলিকপ্টারটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরিত হয়েছে।
|