গত সোমবার মার্কিন " ওয়াশিংটন পোস্ট" পত্রিকার একটি সম্পাদকীয়তে বলা হয়েছে , জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীকে নিষ্ঠার সংগে ইতিহাসের পর্যালোচনা করতে হবে ।
সম্পাদকীয়তে বলা হয় , জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি তার কার্যমেয়াদে ইয়াসুকুনিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সরকার অনুমোদিত কিছু পাঠ্যবইয়ের মাধ্যমে জাপানের যুদ্ধের রেকর্ডকে ঢেকে রাখার চেষ্টা করেছেন । তাঁর এসব তত্পরতা অপ্রয়োজনীয়ভাবে চীন ও অন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ সঞ্চার করেছে । জাপান নিজের অতীতের ভুল উপেক্ষা করলে নিজের নিরাপত্তা সংরক্ষণ ও কূটনৈতিক সমস্যা সমাধানের ব্যাপারে তার প্রচেষ্টা প্রতিবেশী দেশগুলোতে উত্তেজনা সৃষ্টি করবে । তখন আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হবে না , বরং ব্যহত হবে ।
|