চীন ও ভারত মৈত্রী বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চীনের শানসি সংস্কৃতি সপ্তাহ ২৫ সেপ্টেম্বর রাতে নয়াদিল্লীতে শুরু হয়েছে।
শানসি প্রদেশের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির পরিচালক লি চিয়েনকুও উদ্বোধনী ভাষণে বলেছেন, চীন ও ভারত হচ্ছে সুপ্রতিবেশী। দু'দেশের সাংস্কৃতিক আদান-প্রদান সুদীর্ঘকালের। এবার এক সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মসূচীতে চীনের থাং রাজবংশের বৈশিষ্টসম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। তা ছাড়া, সৈন্য ও ঘোড়ার টেরা কোটার জন্মস্থানের দৃশ্য প্রদর্শনসহ শানসি-এর বিশেষ রীতিসম্পন্ন তত্পরতা অনুষ্ঠিত হবে। এবারকার কার্যক্রম আরো ভালভাবে শানসি চেনার জন্যে ভারতের বন্ধুদেরকে সাহায্য করবে। যাতে দু'দেশের জনগণের মৈত্রী আরো গভীরতর হয়।
ভারতের বৈদেশিক সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান কারান সিং তাঁর ভাষণে বলেছেন, ভারত ও চীন বিশ্বের সবচেয়ে প্রাচীন ও নিরন্তর সভ্যতার প্রতিনিধিত্বকারী দেশ। ইতিহাসে দু'দেশের বৈচিত্র্যময় আদান-প্রদান ছিল। এবার সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন ভারতের সাধারণ মানুষের চীনকে চেনার জন্যে অনুকূল হবে।
|