v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-26 14:51:03    
থাইল্যান্ডে  রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিলের উদ্যোগে  স্বাভাবিক  শৃঙ্খলা  পুনরায় ফিরে  আসবে 

cri
    থাইল্যান্ডের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিল ২৫ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে , এই কাউন্সিল দেশের রাজনৈতিক ক্ষমতা দখল করার পরবর্তী এক সপ্তাহে দেশের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের স্বাভাবিক জীবনধারা সুরক্ষা করার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে ।

    থাইল্যান্ডের ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিল ১৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সামরিক অভ্যুত্থান চালানোর পর প্রতিষ্ঠিত হয় । ২৫ সেপ্টেম্বর এই কাউন্সিলের মহাসচিব উইনাই পাতিইয়াকুল থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ দেশে নিযুক্ত ৬০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক ও প্রতিনিধিদের অভ্যুথ্থান হওয়ার পর থেকে দেশের পরিস্থিতির সর্বশেষ বিকাশ সম্পর্কে অবহিত করেছেন । তিনি বলেছেন , ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিল পুরোদমে দেশের স্বাভাবিক শৃঙখলা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে এবং ব্যাপক অগ্রগতি অর্জন করেছে । তিনি বলেছেন , বর্তমানে অস্থায়ী সংবিধান প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে । তা এ সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে অনুমান করা হচ্ছে । অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের একটি নামের তালিকা আগামী সপ্তাহের প্রথম দিকে প্রকাশিত হবে । অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ২ হাজার সদস্য নিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে এবং তার মাধ্যমে সংবিধান সংশোধন কমিটির সদস্য বাছাই করা হবে এবং সংবিধান নতুনভাবে সংশোধন করা হবে । সংবিধান সংশোধনের জন্য সাড়ে আট মাস সময় লাগবে । তার পর জনগণের কাছে ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিলের ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন দফা সাধারণ নির্বাচন আয়োজন করা হবে । তিনি বলেছেন , অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সদস্যদের রদবদলের ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিলের পরিবর্তে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠিত হবে । যাতে সংবিধান সংশোধন ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায় ।

    থাই সরকারের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী সমস্যা বর্তমান দেশী-বিদেশী সংবাদ মাধ্যমের একটি আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে । তিনি বলেছেন , অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে অর্থনৈতিক কাজকর্মে পারর্দশী , বিশ্ব সম্প্রদায়ের কাছে জনপ্রিয় ও প্রভাবশালী এবং ইতিহাসে কেলেঙ্কারীমুক্ত হওয়া উচিত । এর আগে থাইল্যান্ডের সংবাদ মাধ্যমের এক খবরে প্রকাশ , জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব সুপাচাই প্যানিচপাকদি , থাই জাতীয় ব্যাংকের গভর্নর প্রিদিইয়াথোর্ন ও সর্বোচ্চ প্রশাসনিক আদালতের মহাপরিচালক আকারাথোর্ন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন ।

    ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় থাই সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাইল্যান্ডে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক এটাচীদের কাছে বর্তমান থাইল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন । তারা জোর দিয়ে বলেছেন , থাইল্যান্ডের রাজনৈতিক প্রশাসনের পরিবর্তনে বিভিন্ন দেশের সঙ্গে থাইল্যান্ডের সামরিক সহযোগিতাসহ যাবতীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না ।

    একই দিন প্রকাশিত থাইল্যান্ডের ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিলের একটি টেলিভিশন ইস্তাহারে বলা হয়েছে , দেশের অর্থনীতির টেকসই ও স্থিতিশীল বৃদ্ধি বজায় রাখা হবে । ইস্তাহারে জোরালোভাবে উল্লেখ করা হয়েছে যে , থাইল্যান্ড অব্যাহতভাবে স্বতন্ত্র অর্থনীতি বিষয়ক নীতি পালন করবে , দেশের অর্থনীতিতে প্রধান পরিচালিকা ভূমিকা পালনের জন্য ব্যক্তি মালিকানা অর্থনীতিকে উত্সাহ দেবে , দেশী-বিদেশী পুঁজিবিনিয়োগ ও রফতানি ত্বরান্বিত করবে এবং অব্যাহতভাবে পুঁজির অবাধ চলাচল নীতি পালন করবে । তা ছাড়া এ বছরের শেষ নাগাদ অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনা ও সংস্কার কাউন্সিল আগামী বছরের রাষ্ট্রীয় বাজেট বিষয়ক কার্যক্রম প্রণয়নের কাজ সম্পন্ন করবে । ইস্তাহারে আরো বলা হয়েছে , ব্যাংককে লাইট রেলপথসহ বুনিয়াদি ব্যবস্থা নির্মাণের জন্য পুঁজিবিনিয়োগের পদক্ষেপ দ্রততর করা হবে ।