v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-25 19:45:09    
চীন ওপেনের ক্রমে ক্রমে উন্নত হচ্ছে

cri
    ৯ থেকে ২৪ সেপ্টেম্বর পেইচিংয়ে চীন টেনিস ওপেন অনুষ্ঠিত হয়েছে। এটা হল এ বছরের শেষ দিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুরুষ পেশাগত টেনিস কমিটির 'মাস্টার্স কাপ' ছাড়া চীনে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের পেশাগত টেনিস প্রতিযোগিতা। এবছর পেইচিংয়ে তৃতীয়বারের মতো চীন ওপেন অনুষ্ঠিত হচ্ছে। যদিও বেশি কঠিন তবুও এ প্রতিযোগিতার পর্যায় উন্নত হচ্ছে। এখন শোনুন এ সম্বন্ধে সি আর আই'র একজন সংবাদদাতার নেয়া একটি প্রতিবেদন।

    আন্তর্জাতিক পুরুষ পেশাগত টেনিস সোসাইটি (এটিপি) ও আন্তর্জাতিক নারী পেশাগত টেনিস সোসাইটি(ডাবলিউটিএ) প্রতিযোগিতার মধ্যে চীন ওপেন হল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রতিযোগিতা। কিন্তু তিন বছরের মধ্যে এ প্রতিযোগিতা অনেক উন্নত হয়েছে। চীন ওপেনের ম্যানেজার চাং জুনহুই মনে করেন চীন ওপেনের উন্নতির লক্ষন হল এক, তিন বছর আগে বিদেশী শিল্প-প্রতিষ্ঠান চীন ওপেন পরিচালনা করত, কিন্তু এখন চীনের শিল্প-প্রতিষ্ঠান এটি পরিচালনা করে। দুই, আরো বেশি ব্যবসায়ী প্রতিযোগিতায় অর্থায়ন করছেন। প্রথমে কোনো চীনা ব্যবসায়ী চীন ওপেনে অর্থায়ন ধরতে চাননি, কিন্তু এ বছরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহযোগি অংশীদার লেননোভো গোষ্ঠী, পেইচিং অলিম্পিক গেমসের সাহায্যদান কারী ব্যবসায়ী ছিংতাও বিয়ার(beer) কোম্পানিসহ চীনের সবচেয়ে শক্তিশালী শিল্প-প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করেছে। এ বছরে আরো বেশি গণ মাধ্যম চীন ওপেনের প্রচার করেছে। ফলে বিশ্বে আরো বেশি মানুষ চীন ওপেন সম্পর্কে জানতে পেরেছেন। চীন ওপেনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের কাছ থেকেও জানা গেছে চীন ওপেনের অনেক অগ্রগতি হয়েছে।

    প্রতি বছরে চীন ওপেন হল সর্বশেষ গ্রান্ড স্লাম এবং যুক্তরাষ্ট্র ওপেনের পর অনুষ্ঠিত হয়। সেজন্যে এসব খেলোয়াড়ের ওপর কিছু নেতিবাচক প্রভাব পড়ে। এবারের চীন ওপেনে ফ্রান্স ওপেনের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল, গত বছরের মাস্টার কাপের চ্যাম্পিয়ন ড্যাভিড নালবান্ডিয়ান ও ব্রাসেলসের বিশ্ববিখ্যাত্ নারী খেলোয়াড় জাস্টিন হেনিন-হার্ডেনেকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এসব বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় আহত হওয়াসহ বিভিন্ন কারণে প্রতিযোগিতায় অংশ নেননি। চাং জুনহুই বলেছেন, যদিও তাঁরা প্রতিযোগিতা অংশ নেন নি, কিন্তু চীনের টেনিস প্রেমীরা তাদের প্রতিযোগিতায় দেখতে চান। সেজন্যে চীন ওপেনে আরো বেশি বিশ্ববিখ্যাত্ খেলোয়াড়দের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন,

    বহু মানুষ উদ্ধিগ্ন হয়েছেনযে, চীন ওপেনে বিশ্ববিখ্যাত্ খেলোয়াড়দের দেখা যায় না। আসলে যদিও রাফায়েল নাদাল ও ড্যাভিড নাল্বান্ডিয়ান আসেন নি, কিন্তু অন্য বহু বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় এসেছেন। চীন ওপেন শুধু দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রতিযোগিতা। কিন্তু অংশগ্রহণকারী খেলোয়াড়দের সামর্থ্যও মান কম নয়।

    যদিও কয়েকজন বিশ্ববিখ্যাত্ টেনিস স্টার পেইচিংয়ে আসেন নি, কিন্তু এ বছরের চীন ওপেনে বহু বিশ্ব মানের খেলোয়ার অংশ নেন। এটিপির প্রধান কার্যকরী পরিচালক ব্র্যাড ড্রেয়িত বলেছেন, ক্রয়েশিয়ার ইভান লিউবিছিছ, সাইপ্রাসের মার্কোস বাঘদাটিস, রাশিয়ার নিকোলাই দাভিদেনকো ও ক্রোয়াশিয়ার মারিও আনছিছ ইত্যাদি বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় এবারের চীন ওপেনে অংশ নিয়েছেন। তাঁরা সবাই এটিপির নাম তালিকায় প্রথম দশ স্থানে রয়েছেন। সেজন্যে আমরা মান করি এটা একটি খুবই চিত্তাকর্ষক প্রতিযোগিতা।

    অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা আরো সামর্থ্যশালী। তাঁদের মধ্যে বিশ্বের নাম তালিকায় প্রথম ফ্রান্সের খেলোয়াড় এমিলি মারেস্মো, রাশিয়ার খেলোয়াড় নাদিয়া পেট্রোভা, স্ভেটলানা কুজনেটসোভা ও চেকের নিকৌ ভাইদিসোভা রয়েছেন। গ্রান্ড স্লামের নারী দ্বৈতের চ্যাম্পিয়ন চীনা খেলোয়াড় চেং চিয়ে ও ইয়া চি এবং বিশ্বের নাম তালিকা ২১তম স্থানে থাকা চীনের এক নম্বর খেলোয়াড় লি নাও চীন ওপেনে অংশ নেন। তাঁরা চীন ওপেনে উচ্চ পর্যায়ের চিত্তাকর্ষক খেলা দেখান।

    এসব অগ্রগতির কারণে চাং জুনহুই বিশ্বাস করেন, চীন ওপেন উন্নত হচ্ছে, তিনি বলেছেন,

    ২০০৪ সালে প্রথমবার চীন ওপেনের ওপর বেশি সজগ দৃষ্টি রাখা হয়, কিন্তু এখন চীন ওপেনের বহু দশর্ক আছে, চীন ওপেন তাঁদের কাছে খুবই পরিচিত, এটা চীন ওপেনের উন্নত হওয়ার প্রমাণ।

    এতক্ষণ শুনলেন চীন ওপেন সম্পর্কিত একটি প্রতিবেদন। এখন শুনবেন চীনা টেনিস খেলোয়াড় চেং চিয়ে সম্বন্ধে কিছু কথা।

    চেং চিয়ে ১৯৮৩ সালের ৫ জুলাই চীনের সিছুয়ান প্রদেশ জন্মগ্রহণ করেন। সংগীত বিষয়ে তাঁর সখ আছে। তাঁর সর্বোশ্রষ্ঠ সাফল্য হল ২০০৬ সালে অস্ট্রেলিয়া ওপেনের নারী দ্বৈতের চ্যাম্পিয়ন হওয়া।

    ১৯৯০ সালে তিনি টেনিস অনুশীলন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি সিছুয়ান প্রদেশের দ্বিতীয় পর্যায়ের টেনিস দলে প্রবেশ করেন। ১৯৯৯ সালে তিনি সিছুয়ান প্রদেশের প্রথম পর্যায়ের দলে প্রবেশ করেন। ২০০০ সালে তিনি পেইচিং ছাওইয়াং ডিস্ট্রিক্ট টেনিস ক্লাবে প্রবেশ করেন। ২০০১ সালে তিনি চীনের জাতীয় প্রশিক্ষণ দলে প্রবেশ করেন। ২০০২ সালে তিনি চীনা দলের প্রধান খেলোয়াড় হিসেবে ফেডারেশন কাপ প্রতিযোগিতায় অংশ নেন।

    ২০০০ সালে তিনি জাতীয় যুব প্রতিযোগিতার দুই ধাপে একক চ্যাম্পিয়ন হন। ফাইনালে একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে জাতীয় নারী দলগত প্রতিযোগিতায় তাঁর দল রানার্স-আপ হয়। আইটিএফ আন্তর্জাতিক নারী প্রতিযোগিতার একক ও দ্বৈতের রানার্স-আপ হন। ২০০১ সালে আইটিএফ আন্তর্জাতিক নারী প্রতিযোগিতার এককের চতুর্থ হন। ২০০২ সালে আইটিএফ আন্তর্জাতিক নারী প্রতিযোগিতার দুই ধাপের এককের চ্যাম্পিয়ন ও আট ধাপের দ্বৈতের চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে তিনি অস্ট্রেলিয়া ওপেনের দ্বৈতের অষ্টম হন। ২০০৪ সালে উইম্বলডন ওপেনের অষ্টম এবং ফ্রান্স ওপেনের এককের ১৬তম হন। ২০০৬ সালে অস্ট্রেলিয়া ওপেনের দ্বৈতের চ্যাম্পিয়ন হন।