চীনের ইয়াংসি নদীর তিনগিরি খাতের পানি প্রকল্প শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ১২ লক্ষ ৩০ হাজার লোক সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে ।
১৯৯৩ সালে তিনগিরিখাত প্রকল্পের অভিবাসন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় । পরিকল্পনা অনুযায়ী তিনগিরিখাত অঞ্চলের অভিবাসন কাজ চার পর্যায়ে ভাগ করা হয় । ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত প্রকল্পটির তিন পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে এবং ১২ লক্ষ ৩০ হাজার লোক স্থানান্তরিত হয়েছে । প্রকল্পটি অনুযায়ী বাকি অভিবাসন কাজ ২০০৮ সালের আগে সম্পন্ন হবে ।
তিনগিরিখাত অঞ্চলের প্রাকৃতিকপরিবেশ ও টেকসই উন্নয়ন বজায় রাখার জন্যে তিনগিরিখাত অঞ্চলের কিছু গ্রামবাসীকেও বাইরে স্থানান্তরিত করা হয় ।
|