চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ২৫ সেপ্টেম্বর হুনান প্রদেশের ছাংসা শহরে বলেছেন , চীন ও জাপানের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষীয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ । দুদেশের অর্থনীতি পরস্পরের পরিপূরক । দুদেশের উচিত অনবরতভাবে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা ।
মধ্য চীনের প্রথম অর্থবিনিয়োগ ও বাণিজ্য মেলায় অংশগ্রহনকারী জাপানের শিল্পমন্ত্রী নিকাই তোশিহিরোর সঙ্গে সাক্ষাত করার সময় উ ই একথা বলেছেন ।
সাক্ষাতের সময় উ ই বলেছেন , চীন জাপানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় । জাপান গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে রাজনৈতিক বাধা দূর করে চীন-জাপানের " শান্তিপূর্ণ সহাবস্থান করা , যুগযুগ ধরে ভাল বন্ধুত্ব বজায় রাখা , পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং মিলিতভাবে উন্নয়ন করার" লক্ষ্য বাস্তবায়ন করবে বলে তিনি আশা করেন ।
|