চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ইতোমধ্যে ৪ কোটি ছাড়িয়েছে । এটা গোটা দেশের শিল্পপ্রতিষ্ঠানের মোট সংখ্যার ৯৯.৮ শতাংশ এবং চীনের অর্থনীতি উন্নয়নে চালিকা শক্তিতে পরিণত হয়েছে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত "চীনের বর্ধমান শিল্পপ্রতিষ্ঠানউন্নয়নের শীর্ষ ফোরাম২০০৬"থেকে এ তথ্য পাওয়া গেছে ।
জানা গেছে , চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানএবং বেসরকারী মালিকানাধীন অর্থনীতির উন্নয়ন দ্রুততর হয়েছে । এখন চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর তৈরী পন্যদ্রব্য ও পরিসেবার মূল্য জিডিপির ৫৫ শতাংশ হয়েছে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোচার ভাগের তিন ভাগ কর্মসংস্থানের সুযোগ সরবরাহ করেছে ।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন , সাম্প্রতিক কয়েক বছরে চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে অর্থসংগ্রহ কঠিন , সামাজিক পরিসেবামূলক ব্যবস্থা দুর্বল, তথ্যের অভাব, ব্যবস্থাপনার মান অনুন্নত, বাজারে প্রতিদ্বন্দ্বীক্ষমতা দুর্বলসহ প্রতিষ্ঠানগুলোকিছু অসুবিধার সম্মুখীন হয়েছে ।
|