গত রোববার চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো এক অধিবেশনে কেন্দ্রীয় শৃংখলা তত্ত্বাবধান কমিটি কর্তৃক ছেন লিয়াং ইয়ুর গুরুতরভাবে শৃংখলা লংঘনের সমস্যার ওপর তদন্ত চালানো এবং তাঁর শাংহাই পার্টি কমিটির সম্পাদকের পদ অপসারণ এবং তাঁর পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পলিট ব্যুরোর সদস্যের পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
বর্তমান তদন্তের বিররণ থেকে জানা গেছে , ছেন লিয়াং ইয়ু শাংহাই পৌর শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান ব্যুরো কর্তৃক অবৈধভাবে সামাজিক নিশ্চয়তা বিধান তহবিল ব্যবহারের সংগে জড়িত ছিলেন এবং কিছু সংখ্যক অবৈধ ব্যবসায়ীর জন্যে স্বার্থ অন্বেষণ করেছেন , গুরুতরভাবে শৃংখলা ও আইন লংঘনকারী সমস্যায় জর্জরিত তাঁর আশেপাশে কর্মীদের পক্ষপাতিত্ব করেছেন এবং তাঁর পদের সুবিধা ব্যবহার করে আপনজনদের জন্যে অন্যায স্বার্থ অন্বেষণ করেছেন ।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মনে করে যে , ছেন লিয়াং ইয়ুর শৃখলা লংঘনকারী সমস্যার ওপর তদন্ত চালানোর ব্যবস্থায় পার্টির রীতিনীতি ও দুর্নীতি-বিরোধী কাজ জোরদার করার ব্যাপারে চীনা কমিউনিস্ট পার্টির দৃঢ় সংকল্প ও দ্ব্যর্থ মনোভাব প্রমাণিত হয়েছে ।
অন্য একটি খবরে প্রকাশ , চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে শাংহাই পৌর পার্টি কমিটির উপসম্পাদক ও মেয়র হান চেং শাংহাই পার্টি কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক পদে নিযুক্ত হবেন ।
|