জাতিসংঘের সহকারী মহাসচিব জ্যান মাটসন ২৪ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, জাতিসংঘ চীন থেকে সরাসরি পণ্যক্রয় সম্প্রসারণ করবে।
প্রতি বছর জাতিসংঘ চীন থেকে মাত্র ১ শতাংশ পণ্য কিনে থাকে । যদিও অধিকাংশ পণ্য চীন থেকে যায়। পণ্য কেনার অর্ডার পেয়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও এলাকা চীনা পণ্য সাপ্লাই দেয়। তিনি বলেছেন, বর্তমানে জাতিসংঘ এই সমস্যায় মনোযোগ দিয়েছে এবং পরোক্ষভাবে কেনার বদলে সরাসরি কেনার উদ্যোগ নিয়েছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ক্রয়দল মাটসনের নেতৃত্বে পেইচিংয়ে অনুষ্ঠিত 'জাতিসংঘ ক্রয় আলোচনা সভায় অংশ নিয়েছে এবং ১০৯টি চীনের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে।
|