v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-25 16:19:25    
চীন সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা আরো জোরদার করবে

cri
    চীনের প্রথম সামাজিক নিশ্চয়তা বিধান ফোরাম দু দিন চলার পর ২৪ সেপ্টেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে । ফেরামের তথ্য থেকে জানা গেছে , পরবর্তীকালে চীনে সামাজিক নিশ্চয়তা বিধানের কাজ আরো জোরদার করা হবে এবং ধনী ও গরীবদের মধ্যে ব্যবধান কমানো হবে । যাতে ব্যাপক জনসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নের সুফল ভোগ করতে পারেন ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি স্থিতিশীল ও দ্রুত প্রসারিত হয়েছে । তবে সামাজিক নিশ্চয়তা বিধানের  কাজ একই গতিতে প্রসার হয় নি । ধনী ও গরীবদের ব্যবধান , চিকিত্সা , শিক্ষা , বসতবাড়ী বিক্রি ও বীমা ব্যবস্থার সংস্কারে যে সব দ্বন্দ্ব দেখা দিয়েছে , তা' সমাজ নিশ্চয়তা বিধান ব্যবস্থা আরো যুক্তিযুক্ত করার মাধ্যমে নিরসন করা উচিত ।

    ২৪ সেপ্টেম্বর শেষ হওয়া চীনের প্রথম সামাজিক নিশ্চয়তা বিধান ফোরামে চীনের উপপ্রধানমন্ত্রী হুয়াং চু ভাষণ দেয়ার সময় জোর দিয়ে বলেছেন , সামাজিক নিশ্চয়তা বিধানের কাজ আরো জোরদার করতে হবে এবং সামাজিক নিশ্চয়তা বিধানের আওতা আরো প্রসারিত করতে হবে । তিনি আরো বলেছেন , সামাজিক নিশ্চয়তা বিধানের আওতা আরো প্রসার করতে হবে , যাতে আরো বেশি লোক এই নিশ্চয়তার উপকার ভোগ করতে পারেন । সামাজিক নিশ্চয়তার তহবিল ব্যবহার ক্ষেত্রে পরিচালনা জোরদার করতে হবে , ঝুঁকি কমানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং জনসাধারণকে উচ্চমানের পরিসেবা সরবরাহ করতে হবে ।

    সামাজিক নিশ্চয়তাকে অনেকে সমাজের নিরাপত্তা নেট বলেন । চীনের সামাজিক নিশ্চয়তা বিধানের প্রধান ভূমিকা হলো বৃদ্ধবৃদ্ধা , বেকার , কাজের সময় আহত শ্রমিকও শিশু জন্মের পর নারী শ্রমিকদের মৌলিক আয় ও চিকিত্সা বিধান করা , অধিবাসীদের মধ্যে যাদের কোনো আয় নেই বা আয় খুব সীমিত এবং যারা আকস্মিক দুর্যোগের সম্মুখীন হয় , তাদের জীবনের মৌলিক নিশ্চয়তা বিধান করা ।

     সমাজের নিশ্চয়তা বিধান ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আর্থ-সামাজিক উন্নয়নের ন্যায়সংগত উন্নয়ন তরান্বিত করা । বর্তমান চীনে গরীব ও ধনীর ব্যবধান ক্রমেই বাড়ছে । এই ব্যবধান কমানোর জন্য পরবর্তীকালে চীন সরকার সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের আয়ের ব্যবধান এক যুক্তিযুক্ত মানে নিয়ন্ত্রন করবে , যাতে ব্যাপক জনসাধারণ , বিশেষ করে নিম্ন আয়ের অধিবাসীও আর্থ-সামাজিক উন্নয়নের সুফল উপভোগ করতে পারেন ।

    চীনের কেন্দ্রীয় ফিনান্স ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ছু ফু লিন মনে করেন , সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা অধিবাসীর আয়ের ব্যবধান কমাতে পারে , কার্যকরভাবে সমাজের দ্বন্দ্ব নিরসন করতে পারে এবং সমাজের স্থিতিশীলতা বাড়াতে পারে । তিনি আরো বলেছেন , সামাজিক নিশ্চয়তার প্রধান লক্ষ্যই দুর্বল অধিবাসীদের সাহায্য করা । এই অর্থে সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা অধিবাসীর আয়ের এক পুনর্বন্টন । এই ব্যবস্থার কল্যাণে অধিবাসীর আয়ের ব্যবধান ছোট হতে পারে এবং সমাজে সুসামঞ্জস্য প্রতিষ্ঠিত হবে ।

     চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রী থিয়েন ছেন ফি বলেছেন , যদিও বর্তমানে সামাজিক নিশ্চয়তা ক্ষেত্রে কিছু সমস্যা আছে , তবে চীন সরকার বরাবরই এই কাজকে গুরুত্ব দিয়ে আসছে । তিনি বলেছেন , শহরাঞ্চলে বার্ধক্য বীমা , চিকিত্সা, বেকার ইত্যাদি ক্ষেত্রে নিশ্চয়তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং নাগরিকদের নূন্যতম জীবন নিশ্চয়তা ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে । পল্লী অঞ্চলে বার্ধক্য বীমা ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ বিবেচনা করা হচ্ছে এবং নতুন ধরনের সম্ববায়মূলক চিকিত্সা সংস্কার পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে । মন্ত্রী থিয়েন ছেন পিন আরো বলেছেন , পরবর্তীকালে সামাজিক নিশ্চয়তা বিধান ক্ষেত্রে আইন প্রণয়নের কাজও জোরদার করা হবে । সরকার ' সমাজ বীমা আইন ' ' বার্ধক্য বীমা বিধি ' ও ' সামাজিক নিশ্চয়তার তহবিল পরিচালনা বিধি ' প্রণয়ন করবে , যাতে সংশ্লিষ্ট বিভাগ আইন অনুসারে সামাজিক নিশ্চয়তা বিধানের কাজ করতে পারে ।