v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-25 14:22:36    
আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষার প্রচলন সবচেয়ে ভালো সময়ে প্রবেশ করেছে

cri
    চীনের শিক্ষা পত্রিকা সূত্রে জানা গেছে, চীনা ভাষা চীনকে জানানো ও চীনের সঙ্গে আদানপ্রদানের গুরুত্বপূর্ণ হাতিয়ার ও সাংস্কৃতিক বাহন উপায় হিসেবে বিদেশের আরো বেশি সরকার, শিক্ষা সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান এবং জনগণের গুরুত্ব পেয়েছে। চীনা ভাষার বাস্তব মূল্য অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিশ্বে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে। বর্তমানে বিদেশে চীনা ভাষা অধ্যয়ণরত লোকের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। ১০০টি দেশের ২৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা পড়ানোর ব্যবস্থা চালু আছে।

    ব্রিটেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ চীনা ভাষাকে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা ভাষার কোর্স খুলতে চাচ্ছে এমন মাধ্যমিক স্কুলের সংখ্যা ২৪০০টিরও বেশি। দক্ষিণ কোরিয়ায় ১৪২টি বিশ্ববিদ্যালয় চীনা ভাষার কোর্স চালু করেছে এবং চীনা ভাষা অধ্যয়নরত লোকের সংখ্যা ১০ লাখেরও বেশি। লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় চীনা ভাষা অধ্যয়ণরত লোকের সংখ্যাও দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে।

    বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থান ধাপে ধাপে গুরুত্বপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে চীনা ভাষা ও চীনের সংস্কৃতির চর্চা করা বিশ্বে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

    চীনের বৈদেশিক চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত নেতৃস্থানীয় কার্যালয়ের পরিচালক চাং সিন সেং আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষা জনপ্রিয় করা সংক্রান্ত এক জাতীয় কর্ম সম্মেলনে বলেছেন, বিশ্বায়নের পটভূমিকায় চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক আদানপ্রদান অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে চীনা ভাষার বাস্তব মূল্য অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

    স্পেনের ভ্যালেনসিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহকারী ভিনসেন্ট বলেছেন, চীনা ভাষা ধাপে ধাপে জনপ্রিয় হচ্ছে। চীনা ভাষা শিক্ষার কাজ জনপ্রিয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করেছে।

    গত দু'বছরে ভ্যালেনসিয়া বিশ্ববিদ্যালয় ব্যাচেলর্স ডিগ্রী কোর্সে শিক্ষারত ছাত্রছাত্রীদের জন্য চীনা ভাষার কোর্স চালু হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রায় চার শো জন ছাত্রছাত্রী চীনা ভাষা শিখার জন্যে দরখাস্ত করেছে। মার্কিন টাইমস পত্রিকা সূত্রে বলা হয়েছে, চীনের সমৃদ্ধির মাধ্যমে সাফল্য অর্জন করতে ইচ্ছুক প্রতিভাবান ও পেশাগত ব্যক্তিদের জন্যে চীনা ভাষা একটি প্রয়োজনীয় পুঁজিতে পরিণত হয়েছে।

    ১৯৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে চীনা ভাষা শিক্ষা ছাত্রছাত্রীদের সংখ্যা ছয় হাজার থেকে ২৪ হাজারে উন্নীত হয়েছে। জানা গেছে, ২৪০০টি স্কুল চীনা ভাষার কোর্স চালু করার ইচ্ছা প্রকাশ করেছে। বেশ কিছু প্রাথমিক স্কুলেও চীনা ভাষার কোর্স চালু হয়েছে।

    পেইচিং ভাষা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষার মান পরীক্ষা কেন্দ্রের উদ্যোগে চীনা ভাষার মান পরীক্ষা(hsk) আরো বেশি বিদেশীদের আকর্ষণ করেছে। এই পরীক্ষায় অংশ নেয়া বিদেশীর সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। ২০০৫ সালে বিদেশী পরীক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় ১.২ লাখ। এটি ২০০৪ সালের তুলনায় ২৬.৫২ শতাংশ বেড়েছে।

    চীনা ভাষা শেখার ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও জাপানে বহু লোকের আগ্রহ রয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রায় ২০০টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার কোর্স চালু হয়েছে। চীনা ভাষার পরীক্ষা এখন দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার অংশে পরিণত হয়েছে। জাপানে ২০ লাখেরও বেশি লোক চীনা ভাষা শিখছেন। চীনা ভাষার কোর্স চালু করা মাধ্যমিক স্কুলের সংখ্যা ১৯৮৬ সালের ৪৬টি থেকে বৃদ্ধি পেয়ে ২০০৩ সালের ৪৭৫টি পর্যন্ত হয়েছে।

    আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষা জনপ্রিয় করা সংক্রান্ত চীনের জাতীয় নেতৃস্থানীয় কার্যালয়ের উপপরিচালক মা চিয়েন ফেই বলেছেন, চীন - আফ্রিকা সহযোগিতা ফোরাম গড়ে তোলার পর দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল্য অব্যাহতভাবে উন্নত হচ্ছে। মিসর থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বহু বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখার কোর্স চালু হয়েছে। এসব ছাত্রছাত্রী চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন।

    চীনের সরকার বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে কনফুসিয়াস ইন্সটিটিউটগুলো গড়ে তুলেছে। এই ইন্সটিটিউটগুলো কেবল বিদেশীদের জন্যে চীনা ভাষা এবং চীনের সংস্কৃতি শিক্ষার স্কুল তা নয়, বরং বিদেশীদের কাছে সমসাময়িক চীনকে জানার এটা একটি জানালাও বটে।