v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-25 14:32:55    
গেলো সপ্তাহঃ ১৯--২৪ সেপ্টেম্বর, ২০০৬

cri

 ** ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন ।

 কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে লি চাও শিং বলেছেন , সংলাপের মাধ্যমে মতানৈক দূর করা এবং ধাপে ধাপে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত "যৌথ বিবৃতি" বাস্তবায়ন করা হল এই সমস্যা সমাধানের একমাত্র উপায় । তিনি আশা করেন বিভিন্ন পক্ষ সংযম বজায় রাখবে এবং ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার প্রচেষ্টা চালাবে ।

 ইরানের পরমাণু সমস্যা নিয়ে লি চাও শিং বলেছেন , চীন পরমাণু বিস্তাররোধ সমর্থন করে । যাতে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা যায় এবং মধ্য-প্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা যায় , সেই উদ্যোগ গ্রহণ করতে হবে , সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের বৈধ অধিকার সম্পর্কেও সচেতন থাকতে হবে।

 ২২ সেপ্টেম্বর তিনি ৭৭ জাতি গোষ্ঠী সম্মেলনে অংশ নিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রনব মূখার্জির সঙ্গে বৈঠককালে দু'পক্ষই চীন-ভারত সম্পর্কের অব্যাহত উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছে এবং অব্যাহতভাবে খনিজ সম্পদ আবিষ্কার করে, কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরো গভীর করতে রাজী হয়েছে। চীন দক্ষীণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোটের পর্যবেক্ষক হওয়াকে প্রনব মূখার্জি স্বাগতম জানিয়েছেন। তিনি চীনের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমন্বয় ও সহযোগিতা জোরদার করার প্রত্যাশা করেছেন।

**দু'দিন ব্যাপী শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সর্বোচ্চ আদালতের বিচারপতিদের সম্মেলন ২১ সেপ্টেম্বর শাংহাইয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনের জন্য একটি অভিনন্দন বাণী পাঠিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, চীন শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে আইনগত সহযোগিতার উপর গুরুত্ব দেয় এবং বিভিন্ন সদস্য দেশের সঙ্গে উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।

 বাণীতে বলা হয়েছে, এবারের সম্মেলন সদস্য দেশের মধ্যে আদানপ্রদান, আন্তর্জাতিক মামলার বিরোধিতা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

 **চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান কু সিউলিয়ান ২১ সেপ্টেম্বর পেইচিংয়ে সফররত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্ণর খালিদ মাকবুলের সঙ্গে বৈঠক করেছেন।

 বৈঠকে কু সিউলিয়ান বলেছেন, চীন ও পাকিস্তান হচ্ছে বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী। মাকবুল পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররাফের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি চীনের গণ কূটনৈতিক আকাডেমির আমন্ত্রণে চীন সফর করেছেন।

 ** চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ১৮ সেপ্টেম্বর পেইচিংয়ে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেছেন, মার্কিন সিনেটে তথাকথিত "২০০৬ সালের আন্তর্জাতিক ধর্ম বিশ্বাসের স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে চীন প্রসঙ্গে কিছু বিষয়ে চীনের ধর্ম ও সংখ্যালঘু জাতির নীতি সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে। তা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। চীন এর জন্য তীব্র অসন্তোষ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ করেছে।

 ছিনকাং বলেছেন, চীন সরকার আইন অনুযায়ী নাগরিকদের ধর্ম বিশ্বাসের স্বাধীনতা সুরক্ষা করেন। চীনের বিভিন্ন জাতি, বিভিন্ন অঞ্চলের জনগণ আইন অনুযায়ী পুরোপুরিভাবে ধর্ম বিশ্বাসের স্বাধীনতা ভোগ করেন। তা হচ্ছে একটি বাস্তবতা।

 ছিনকাং বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের কাছে সঠিকভাবে স্বদেশের ধর্ম বিশ্বাসের স্বাধিনতাসহ ধর্মীয় বিষয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন।

 ** বঙ্গোপসাগরের ঝড়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০৫ জন নিহত হয়েছে । বাংলাদেশের সংবাদ সংস্থা ইউ এন বি-এর খবরে প্রকাশ , উদ্ধারকর্মীরা ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৬ জনের মৃতুদেহ উদ্ধার করায় । নিহতদের সংখ্যা ১০৫ জনে দাড়িয়েছে । তা ছাড়া একজন নৌ কর্মকর্তা সহ আরো কয়েক শোরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে । উপকূল প্রহরী দলের একজন কর্মকর্তা বলেছেন , অনেক জেলের মৃতদেহ পচে গেছে , তাদেরকে চিহ্নিত করা যাবে না ।

 বর্তমানে বাংলাদেশের উপকূল প্রহরী দল ও নৌবাহিনী ত্রাণ কাজ চালাচ্ছে । তবে আবহাওয়া খুব খারাপ বলে তাদের কাজে সমস্যা হচ্ছে ।

 **২১ সেপ্টেম্বর জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি দল ঘোষণা করেছে যে, আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী আশরাফ ঘানি জাতিসংঘের পরবর্তি মহাসচিব নির্বাচনে অংশ নেবেন ।

 আফগানিস্তানের প্রতিনিধি দল সংবাদমাধ্যমকে দেয়া একটি ইস্তাহারে বলেছে, জাতিসংঘের নেতৃত্বে বর্তমান নিরাপত্তা ও উন্নয়ন ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় ঘানির বিশেষ সামর্থ্য রয়েছে । ইস্তাহারে আরো বলা হয়েছে, ঘানি দীর্ঘকাল দাঙ্গাহাঙ্গামা ও দরিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করেছেন । ধর্মীয় সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতির উত্তেজনাময় সময়কাল তাঁর ইসলামিক সম্প্রদায় ও পাশ্চাত্য সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের যোগ্যতা আছে ।

 এ পর্যন্ত ঘানি হচ্ছেন জাতিসংঘের পরবর্তি মহাসচিব নির্বাচনে অংশ নেয়া সপ্তম আনুষ্ঠানিক পদপ্রার্থী এবং দ্বিতীয় ইসলামিক সম্প্রদায়ের পদপ্রার্থী ।

 ** মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে ২২ সেপ্টেম্বর ওয়াশিংটনে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সাক্ষাত করেছেন। দুই নেতা আন্তর্জাতিক সন্ত্রাসদমন, আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা এবং পাক-ভারত সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন।

 এর পর বুশ ও মুসাররফ যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। সন্ত্রাসদমনে মুশাররফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ অবদানের বুশ উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মুসারাফ হচ্ছেন সবচেয়ে দ্রুত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সন্ত্রাসদমন সমর্থনকারী বিদেশী নেতা।

 মুসারাফ বলেছেন, বুশের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দু'দেশের পারস্পরিক বিশ্বাস জোরদার হয়েছে। দু'পক্ষ দীর্ষমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, পাকিস্তান অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আল কায়েদা নেতা বিন লাদেনকে গ্রেপ্তারের চেষ্টা চালাবে । তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আল কায়েদার তত্পরতা চালাতে দেয়া হবে না।

 **২২ সেপ্টেম্বর নেপালী সংসদ সংশোধিত নতুন সশস্ত্র বাহিনী আইন গ্রহণ করেছে । এই আইনের মাধ্যমে দীর্ঘকাল ধরে রাজা ও সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধ করা হয়েছে ।

 নতুন এই আইনে বলা হয়েছে , রাজা নেপালের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি হবেন না । সরকার ও সংসদ বাহিনীর নিয়ন্ত্রণ করবে । দেশের নেতা এবং জাতীয় নিরাপত্তা নির্বাহী পরিষদের প্রস্তাব অনুযায়ী সরকার বাহিনীর নিয়ন্ত্রণ এবং মোতায়েন করবে ।

 নতুন বাহিনী আইনে আরো বলা হয়েছে , বিশেষ সামরিক আদালত স্থাপন করা হবে , যাতে সামরিক ফৌজদারী মামলার বিচার করা যায় ।

 ** থাইল্যান্ডের পরিচালনা কমিটির একজন মুখপাত্র ২২ সেপ্টেম্বর বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , থাইল্যান্ডে সামরিক অভ্যুথানের পর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে ।

 এই মুখপাত্র আরো বলেছেন , বর্তমানে পরিচালনা কমিটি ২০০৭ সালের বাজেট , সরকারী সংস্থাগুলোর কর্মচারীদের বার্ষিক পদোন্নতি , বন্যা দুর্গতদের সাহায্য ও থাইল্যান্ডের দক্ষিণাংশের তিনটি প্রদেশের অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলাসহ কিছু জরুরী সমস্যার সমাধান করছে। নানা সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য পরিচালনা কমিটি প্রতি দিন সকালে বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ।

 ২০ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং বলেছেন, থাইল্যান্ডের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যে পরিবর্তন দেখা দিয়েছে তা হল থাইল্যান্ডের অভ্যন্তরীণ ব্যাপার । চীন সরকার সব সময় অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার মৌলিক নীতি অনুসরণ করে এসেছে। জাতি সংঘ মহা সচিব কোফি আনান একটি বিবৃতিতে থাইল্যান্ডকে যত তাড়াতাড়ি সম্ভব বেসামরিক আর গণতান্ত্রীক রাজনৈতিক কাঠামো পুনপ্রতিষ্ঠা এবং সাধারণ নিবার্চন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

 ** ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক গত শনিবার বলেছেন , ফরাসী সরকারের হাতে এখনো কোনো প্রমাণ নেই যে , আল কায়দার প্রধান বিন লাদেনের মৃত্যুর সংবাদ সঠিক

 গত শনিবার অনুষ্ঠিত রুশ-ফরাসী-জার্মান শীর্ষ সম্মেলনশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিরাক এই কথা বলেছেন। তিনি আরো বলেন , লাদেনের মৃত্যুর সংবাদের সত্যতা সম্পর্কে তাঁর হাতে যথেষ্ট তথ্য নেই বলে তিনি এর ওপর কোনো মন্তব্য করতে চান না ।

 সংবাদ সম্মেলনে জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন , এই সম্পর্কে তিনি ও কোনো তথ্য পান নি । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন , সন্ত্রাস-বিরোধী সংগ্রামে রুশ-ফরাসী সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে । রাশিয়াও লাদেনের মৃত্যুর কোনো তথ্য পায় নি । সৌদি আরবও আনুষ্ঠানিকভাবে লাদেনের মৃত্যুর সংবাদের সত্যতা স্বীকার করে নি ।

 ** জার্মান পুলিশ ২২ সেপ্টেম্বর জানিয়েছে, এ দিন সকালে নিম্ন সাক্সোনি অঙ্গরাজ্যের এমসল্যান্ড জেলার ছোট নগর লাথনে ম্যাগলেভ রেলগাড়ি ও পরিসেবা রেলগাড়ির মধ্যে সংঘটিত দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

 জার্মান বার্তা সংস্থার খবরে প্রকাশ, স্থানীয় পুলিশ বলেছে, চালক-বিহীন এই ম্যাগলেভ রেলগাড়ি ঘন্টায় ১৭০ কিলোমিটার গতিতে গিয়ে একটি পরিসেবা রেলগাড়ির সঙ্গে ধাক্বা লাগায়। ম্যাগলেভ রেলগাড়িতে সম্ভবত ৩৩ জন ছিলেন, পরিসেবা রেলগাড়িতে ২ জন ছিলেন।