v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-25 13:28:23    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/৯/২৪

cri

 বর্তমানে চীনের বিভিন্ন স্থানে "কাজের পাশাপাশি লেখাপড়া করা" নামে এক নতুন ধরনের শিক্ষাদান পদ্ধতি চালু হয়েছে। এর অর্থ হচ্ছে তাত্ত্বিক লেখাপড়ার সঙ্গে প্রযুক্তিগত কাজ করার মাধ্যমে পেশাগত শিক্ষাদান। এই পদ্ধতিতে প্রশিক্ষিত স্নাতকদের নিজেদের যোগ্যতা বেড়ে যায় এবং সামগ্রিক গুণগত মানও উন্নত হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলো এই পদ্ধতিকে স্বাগত জানায়। ২৫ সেপ্টেম্বর সোমবার বিজ্ঞান বিচিত্রা আসরে আপনারা এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনতে পারবেন।

 সম্প্রতি চীনের কেন্দ্রীয় টেলিভিশনের আয়োজিত দ্বাদশতম যুব গায়কগায়িকা প্রতিযোগিতাটি ৪০ দিন চলার পর শেষ হয়েছে। বর্তমান প্রতিযোগিতায় দশর্কদের সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়েছে। এই প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সংস্কৃতির সন্ধানে প্রবীণ কর্মী ফেং সিউ চিয়েন এই প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবেন।

 আপনারা জানেন চীনেও রিকশা আছে? শুনলে, আপনারা আরো অবাক হবেন যে, চীনের রিকশাওয়ালা ছেং পিং বিশ বছরের নিরলস প্রচেষ্টা ও দীর্ঘদিনের প্রতীক্ষার পর ২০০৬ সালের ৫ জুলাই মাস্টার ডিগ্রী পড়ার সুযোগ পেয়েছেন। একজন রিকশাওয়ালা থেকে তিনি একজন মাস্টার ডিগ্রির ছাত্র হয়েছেন। কি করে এটা সম্ভব হয়েছে? ২৭ সেপ্টেম্বর বুধবার চীনের জীবন আসরে প্রবীণ কর্মী শিং চিং উ চীনের এক রিকশাওয়ালার কাহিনী আপনাদের শুনাবেন।

 মধ্য চীনের আন হুই প্রদেশের হুয়াং শান পাহাড়ের নিচে সিডি ও হোছুন নাম দুটি প্রাচীন গ্রাম অপেক্ষাকৃত সম্পূর্ণ প্রাচীন গণ বসতি সংরক্ষণের জন্য পরিচিত। ছয় বছর আগে এই দুটি গ্রাম প্রাচীন গণ বসতির প্রতিনিধি হিসেবে বিশ্ব পুরার্কীতি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার চলুন বেড়িয়ে আসি আসরে আপনারা আমার সঙ্গে এই দুটি গ্রামে বেড়াতে যাবেন।

 একই দিনের আমাদের অর্থনীতি আসরে প্রবীণ কর্মী লি ইউয়েন শান চীন-ভিয়েতনাম সীমান্তের উত্তর উপসাগরের আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন নামে এক প্রতিবেদন পড়ে শুনাবেন। উত্তর উপসাগর নামটি অনেকের কাছেই হয়তো অপরিচিত। উত্তর ভিয়েতনাম, চীনের কুয়াংশি অঞ্চল ও হাইনান দ্বীপের মধ্যে এই উত্তর উপসাগর অবস্থিত। এই উপসাগর থেকে আরও দক্ষিণ দিকে গেলেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর ব্রুনেইসহ আসিয়ানের ৬টি সদস্য দেশ অবস্থিত। চীন আর আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল গঠনকাজের অগ্রগতি হবার সঙ্গে সঙ্গে উত্তর উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতাও ক্রমেই বাড়ছে। আশা করি, আপনারা এই অনুষ্ঠানটি শুনে এর ওপর কিছু ধারণা পাবেন।

 দীর্ঘকাল ধরে চীনের বহু সংখ্যক সংখ্যালঘু জাতির মধ্যে ই জাতি তার অনন্য সংস্কৃতি ও ঐতিহ্যিক উত্সবের বৈশিষ্ট্যের জন্য ব্যাপক পর্যটকদের আকর্ষণ করে আসছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা ই জাতির এই গ্রামে সাক্ষাত্কার নিয়েছেন। ৩০ সেপ্টেম্বর শনিবার ওরা অনন্য আসরে এই উত্সব সম্পর্কে প্রবীণ কর্মী থান ইয়াও খাং আপনাদের কিছু বলবেন।