চীনের উপপ্রধানমন্ত্রী হুয়াং জু ২৩ সেপ্টেম্বর জোর দিয়ে বলেছেন , চীনের স্ববৈশিষ্ট্য সম্পন্ন সামাজিক বীমা ব্যবস্থা পরিপূর্ণ করার কাজ ত্বরান্বিত করতে হবে । দীর্ঘমেয়াদীসামাজিক বীমা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং সামাজিক বীমা ও আর্থ-সামাজিক বিভিন্ন কাজকর্মের সঙ্গে সমন্বয়ের বিষয়টি বাস্তবায়ন করতে হবে ।
চীনের সামাজিক বীমা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াং জু বলেছেন , গত ১০ বছরে চীনের সামাজিক বীমা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে । বার্ধক্য, চিকিত্সা , বেকারত্ব, কাজকর্মে আহত ও প্রজনন বীমা এবং শহরবাসীদের নূন্যতম জীবনযাপনের নিশ্চিত ব্যবস্থারজন্য সামাজিক বীমা ব্যবস্থার কাঠামো মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে ।
হুয়াং জু জোর দিয়ে বলেন , সামাজিক বীমা ব্যবস্থার উন্নয়ন দ্রুত করতে চাইলে রাষ্ট্রীয় অবস্থার মধ্য থেকে শর্তপূর্ণ অঞ্চলে গ্রামীন অর্থনীতি ও সমাজের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ সামাজিক বীমা ব্যবস্থাপ্রতিষ্ঠা করার চেষ্টা চালাতে হবে ।
চীনের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী থিয়েন ছেনপিংও সভায় ভাষণ দিয়েছেন ।
|