২৪ সেপ্টেম্বর চীন সাফ্যলের সংগে " অনুশীলন ৮নং" বীজ -প্রজনন উপগ্রহের প্রত্যাবর্তনকারী খেয়াযান ফিরে পেয়েছে ।
চীনের এই খেয়াযান মহাশূণ্যে ১৫ দিনব্যাপী অভিযান চালানোর পর পেইচিং সময় ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৩ মিনিটে দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের সুই নিংয়ে অবতরণ করেছে । প্রত্যাবর্তনকারী খেয়াযানটির অবস্থা বেশ ভালো ।
মহাশূণ্যে বীজ প্রজননের জন্যে অনুশীলন ৮নং উপগ্রহ নির্মাণ করা হয়েছে । গত ৯ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম চীনের চিউ ছুয়ান উপগ্রহ নিক্ষেপণ কেন্দ্র থেকে চীনের লংমার্চ ২ নং ক্ষেপানাস্ত্র সাফ্যলের সংগে এই উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে নিক্ষেপ করেছে ।
চীনের কৃষি মন্ত্রণালয়ের মহাশূণ্য বীজ-প্রজনন গবেষণা কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন , বীজগুলো ফিরিয়ে পাওয়ার পর কৃষি মন্ত্রণালয় উচ্চ ফলনশীল ও উত্কৃষ্ট বীজগুলো লালন-পালন করবে এবং মহাশূণ্য প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে বীজ প্রজননের মান আরো উন্নত করবে ।
|