"সহযোগিতা--২০০৬" শিরোনামে চীন ও তাজিকিস্তানের প্রথমবার যৌথ সন্ত্রাস দমন সামরিক মহড়া দুদিন চলার পর ২৩ সেপ্টেম্বর তাজিকিস্তানের হটলোন অংগরাজ্যে শেষ হয়েছে ।
পাহাড়ী এলাকায় সন্ত্রাস দমনে যৌথভাবে নিশ্চিতকরণঅভিযান চালানো ছিল এবারের মহড়ার প্রধান বিষয় । দুদেশের মোট ৪৫০ সৈন্য মহড়ায় অংশ নিয়েছেন । দুপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা অভিন্ন মত প্রকাশ করে বলেছেন , মহড়া কার্যকরভাবে দু'দেশের সেনাবাহিনীর সহযোগিতার বিষয় নিয়ে গবেষণা করেছে এবং সন্ত্রাস দমনে দুদেশের সহযোগিতার ব্যবস্থা জোরদার করার জন্যে মজবুত ভিত্তি স্থাপন করেছে ।
এবারের যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য হল , চীন ও তাজিকিস্তান, দুদেশের সেনাবাহিনীর বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক এবং সামরিক ক্ষেত্রেদুদেশের পারস্পরিক আস্থা জোরদার করা । সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ দমন করা । দুদেশের সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা এবং সন্ত্রাস দমনে দুদেশের যৌথভাবে লড়াই চালানোর ক্ষমতা বাড়ানো । এবারের সামরিক মহড়া কোনো তৃতীয় পক্ষের বিরোধিতা করে না ।
|