চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়ের মন্ত্রী টিয়েন চেন পিং ২৩ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে সামাজিক বীমার আওতা সম্প্রসারণ করবে।
একই দিনে অনুষ্ঠিত চীনের প্রথম সামাজিক নিশ্চয়তা বিধান ফোরামে টিয়েন চেন পিং বলেছেন, চীনের নগরগুলোতে বার্ধক্য , চিকিত্সা, বেকারত্ব, শিল্প সংক্রান্ত আহত এবং জন্মদান বীমাসহ সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থার কাঠামো মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। শহরবাসীদের ন্যূনতম জীবনযাপন নিশ্চয়তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামাঞ্চলে সামাজিক বার্ধক্য বীমা ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে চলছে। গ্রামীণ নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার সংস্কারের পরীক্ষামূলক কাজ দ্রুত চলছে।
টিয়েন চেন পিং বলেছেন, ভবিষ্যতে চীন যাতে আরো বেশি লোকের সামাজিক নিশ্চয়তা করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে । রাষ্ট্রায়ত্ত মালিকানা , বেসরকারী মালিকানাধীন অর্থনৈতিক সংস্থার কর্মচারীসহ কৃষকদেরকে নিয়ে গঠিত সামাজিক বীমার আওতা বাড়বে।
|