২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন ।
কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে লি চাও শিং বলেছেন , সংলাপের মাধ্যমে মতানৈক দূর করা এবং ধাপে ধাপে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত "যৌথ বিবৃতি" বাস্তবায়ন করা হল এই সমস্যা সমাধানের একমাত্র উপায় । তিনি আশা করেন বিভিন্ন পক্ষ সংযম বজায় রাখবে এবং ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার প্রচেষ্টা চালাবে ।
ইরানের পরমাণু সমস্যা নিয়ে লি চাও শিং বলেছেন , চীন পরমাণু বিস্তাররোধ সমর্থন করে । যাতে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা যায় এবং মধ্য-প্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা যায় , সেই উদ্যোগ গ্রহণ করতে হবে , সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের বৈধ অধিকার সম্পর্কেও সচেতন থাকতে হবে ।
তা ছাড়া , লি চাও শিং মধ্য-প্রাচ্য সমস্যা , জাতিসংঘ সংস্কার ও মহাসচিব পদপ্রার্থী , মানবাধিকার নির্বাহী পরিষদ ইত্যাদি সমস্যা নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন ।
একইদিন , লি চাও শিং ক্যামেরুনের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাম্বি , রিও গ্রুপের পররাষ্ট্রমন্ত্রী এবং চিলি , কঙ্গো , স্লোভাক এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন । তিনি মধ্যআমেরিকান দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইইউ'র ট্রিয়কা পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন ।
|