নিউইয়র্কে ৬১ তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ২২ সেপ্টেম্বর এক ভাষণে বর্তমান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে চীনের অভিমত ব্যক্ত করেছেন।
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে তিনি বলেছেন, সংলাপের মাধ্যমে মতভেদ কমানো, বাধা বাতিল করা এবং ধাপে ধাপে যুক্ত বিবৃতি কার্যকরী করা হচ্ছে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র উপায়। তিনি আশা করেন, বিভিন্ন পক্ষের ধৈর্য এবং মিলিত প্রচেষ্টায় ছ'পক্ষীয় বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব আবার শুরু হবে।
ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে তিনি বলেছেন, চীন পরমাণু অস্ত্রের বিস্তাররোধের পক্ষপাতী এবং শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যার সমাধান চায়, যাতে মধ্য-প্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা যায়। এর পাশাপাশি বিভিন্ন দেশের শান্তিপূর্ণভাবে পরমাণু জ্বালানীসম্পদ ব্যবহারের বৈধ অধিকারের প্রতিও চীন সম্মাণ প্রদর্শন করে।
মধ্য-প্রাচ্য সমস্যা, জাতিসংঘের সংস্কার ও মহাসচিব নির্বাচনসহ বিভিন্ন সমস্যা নিয়ে লি চাওশিং চীনের দৃষ্টিভাঙ্গ ব্যাখ্যা করেছেন।
|