লেবাননের হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহ ২২ সেপ্টেম্বর বৈরুতে সংগঠনের সমর্থকদের এক বিশাল সমাবেশে বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে না।
তিনি বলেন, লেবানন ইসরাইলের হুমকি প্রতিহত করার শক্তি না অর্জন করা পর্যন্ত, হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না। তিনি আরো বলেছেন, বর্তমানে হিজবুল্লাহর কাছে ২০ হাজার রকেট আছে। এর পাশাপাশি তিনি লেবাননে নতুন জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান, যাতে 'বর্তমানের চ্যালেন্জ মোকাবিলা করা যায়'।
অন্য খবরে প্রকাশ, লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস মুর বলেছেন, বর্তমানে লেবানন সরকার হিজবুল্লাহ সদস্যদের সরকারী বাহিনীতে আনর জন্য প্রস্তুত। সরকারী বাহিনী ও হিজবুল্লাহর ব্রিগ্রেড গঠন করে দক্ষিণ লেবাননে টহলের চ্যালন্জ করা হবে ।
|