ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট পার্ভিজ দাভোদি ২২ সেপ্টেম্বর তেহরানে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন যে, ইরানের উপর আগ্রাসী আক্রমণ হলে ইরানের সশস্ত্র বাহিনী সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দেবে।
দাভোদি একইদিন ইরাক ও ইরান যুদ্ধের স্মরণ উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে তাঁর ভাষণে বলেছেন, ইরান শান্তির পক্ষে। কিন্তু সঙ্গে সঙ্গে ইরন সতর্ক করে দিয়েছে যে, আগ্রাসী শক্তি যেন ইরানের উপর আগ্রাসন চালানোর চেষ্টা না করে। কারণ ইরানের ইসলাম ও স্বদেশ সুরক্ষার শক্তি আছে।
দাভোদি পুনরায় জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু অস্ত্রশস্ত্র অর্জনের ইচ্ছা নেই। ইরানের জন্যে পরমাণু অস্ত্রশস্ত্রকে নিজের শক্তির ভিত্তি হিসেবে নির্ধারন করার দরকার নেই। প্রবল মনোবল হচ্ছে ইরানের শক্তির উত্স্য।
|