'সহযোগিতা-২০০৬' নামক প্রথম চীন-তাজিকিস্তান যৌথ সন্ত্রাসী দমন সামরিক মহড়া ২২ সেপ্টেম্বর সকালে তাজিকিস্তানের খাতলোন-এ শুরু হয়েছে।
এবারের যৌথ মহড়ার বিষয় হল দু'দিন এবং দু'রাতের মধ্যে দু'দেশের বাহিনী পাহাড়ী এলাকায় সন্ত্রাসী সংস্থার ওপর আঘাত হানা। যৌথ মহড়াটি সদর দফতর ও সেনাবাহিনী দুই পর্যায় বিভক্ত। দু'পক্ষের মোট ৪৫০জন সৈন্য এতে অংশ নিচ্ছেন।
এবারের যৌথ মহড়ার তাত্পর্য হল দু'দেশ ও দু'দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করা, দু'দেশের সামরিক বিষয়ে পরষ্পরের আস্থা জোরদার করা, সন্ত্রাসবাদ, বিভক্তবাদ ও চরমপন্থীদের দমন করা। চীন-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা করা ও দু'দেশের সেনাবাহিনীর যৌথ সন্ত্রাসী দমনের সামর্থ্যের উন্নয়ন করা।
|