বর্তমানে ই ইউ হচ্ছে চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার। চীনা গণ ব্যাংকের গভর্ণর চৌ সিওছুয়ান ২১ সেপ্টেম্বর বলেছেন, চীন ও ই ইউ'র উচিত বাণিজ্যিক সহযোগিতাকে জোরদার করা, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতার ভবিষ্যত্ খুবই সম্ভাবনাময়।
পেইচিংয়ে অনুষ্ঠিত চীন ও ফ্রান্স অর্থ বিষয়ক প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেছেন। চীনের গণ ব্যাংক ও ফ্রান্সের ব্যাংকের যৌথ উদ্যোগে এবারকার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিষয় হচ্ছে চীন ও ই ইউ'র আর্থিক সহযোগিতার সংলাপকে ত্বরান্বিত করা।
চৌ সিওছুয়েন বলেছেন, চীন ও ই ইউ'র আর্থিক সহযোগিতা ত্বরান্বিত করা দু'পক্ষের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন এবং ই ইউ'র সার্বিক কৌশলগত অংশীদারী সম্পর্কের গভীর উন্নয়ন দু'পক্ষের অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার জন্যে মজবুত ভিত্তি স্থাপন করেছে।
২০০৫ সালে চীন ও ই ইউ'র দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ২১৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
|