চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ২২ সেপ্টেম্বরের প্রকাশিত একটি উপাত্ত থেকে জানা গেছে , এ বছরের প্রথম আট মাসে চীনের অপেক্ষাকৃত বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা গত বছরের অনুরূ সময়ের চেয়ে ২৯.১ শতাংশ বেড়েছে ।
৩৯টি শিল্প ক্ষেত্রের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের মুনাফা গত বছরের অনুরূ সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি , অলৌহ ধাতুর মুনাফা ১০৫ শতাংশ বেশি আর পরিবহণ সরঞ্জাম তৈরী শিল্পের মুনাফা ৫৩ শতাংশ বেশি ।
অপেক্ষাকৃত বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো হলো যাবতীয় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান আর পণ্য বিক্রির বার্ষিকআয় ৫০ লাখেরও বেশি এমন বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান ।
|