২১ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেছেন ,বর্তমানে আফগানিস্তানের হিংসাত্মক তত্পরতা২০০১ সালে তালিবানের ক্ষমতা ভেঙ্গে যাওয়ার পর সবচেয়ে গুরুতর সময়ে প্রবেশ করেছে ।
একইদিন আনান আফগানিস্তানের পরিস্থিতি সম্বন্ধে নিরাপত্তা পরিষদের কাছে একটি রিপোর্ট দাখিল করেছেন । রিপোর্টে তিনি বলেছেন, গত কয়েক মাসে আফগানিস্তানের হিংসাত্মক তত্পরতা আরো গুরুতর হয়েছে, সারাদেশের তিন ভাগের এক ভাগ অঞ্চলের ওপর হিংসাত্মক হামলা চালানো হয়েছে ।এর মধ্যে দক্ষিণ, দক্ষিণপূর্ব আর পূর্বাঞ্চলের পরিস্থিতি ভালভাবে পরিবর্তিত হতে পারবে না । তিনি মনে করেন আফগানিস্তানের গণতন্ত্র প্রক্রিয়া গুরুতর হুমকি সম্মুখীন হচ্ছে ।
এর পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, হিংসাত্মক তত্পরতার ওপর আঘাত হানার প্রধান উপায় হচ্ছে শক্তিশালী সামরিক ব্যবস্থা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ জোরদার করা । তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তান সরকারকে সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন, যাতে আফগানিস্তানের স্থির শান্তি ও উন্নয়ন বাস্তব করা যায় ।
|