২১ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে ঘোষণা করেছেন , চীন ও জাপানের ষষ্ট কৌশলগত সংলাপ ২৩ ও ২৪ সেপ্টেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ।
তিনি আরো বলেছেন , চীনের উপপররাষ্ট্রমন্ত্রী তাই পিন কো ও জাপানের উপপররাষ্ট্র মন্ত্রী ইয়াছি শোতারো সংলাপে অংশ নেবেন । চীন আশা করে সংলাপে চীন -জাপান সম্পর্ক ইত্যাদি অভিন্ন স্বার্থজড়িত বিষয়ে জাপানের সঙ্গে মতবিনিময় করবে ।
প্রথম চীন -জাপান কৌশলগত সংলাপ ২০০৫ সালের মে মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । দু পক্ষই মনে করে , চীন -জাপান কৌশলগত সংলাপ গঠনমূলক , এই ধরনের সংলাপ ব্যবস্থা বজায় রাখতে হবে ।
একই দিন , ছিনকাং চীন-জাপান সম্পর্ক সম্বন্ধে মন্তব্য করে বলেছেন , বর্তমানে জরুরী কর্তব্য হলো দ্বিপাক্ষিক সম্পর্কের বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করা । চীন আশা করে জাপান চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ,ইতিহাস সম্বন্ধে সঠিক মনোভাব পোষণ করে এবং চীন -জাপান সম্পর্কের প্রসারে শর্ত সৃস্টি করবে ।
|