|
 |
(GMT+08:00)
2006-09-21 21:07:54
|
 |
বুশ আর আবাসের মধ্যে বৈঠক(ছবি)
cri
ফিলিস্তিন স্বায়ত্তশাসিত সরকারের প্রধান মন্ত্রী, হামাসের উচ্চ পদস্থ নেতা ইসমাইল হানিয়েহ ২০ সেপ্টেম্বর গাজায় বলেছেন, মধ্য-প্রাচ্য সমস্যার ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতি সংঘ এবং ইইউ সংশ্লিষ্ট চার পক্ষ ফিলিস্তিনকেসরাসরি সহায়তা পুনরুদ্ধার জন্যে যে তিনটি শর্ত দিয়েছে তিনি তা নাচক করেছেন। ফিলিস্তিনের নিবার্চনে হামাস জয়লাভ করার পর , পশ্চিমা দেশগুলো হামাসকে বর্জন আর নি:সংগ করেছে। হামাসের সঙ্গে যোগাযোগ করার জন্যে ইসরাইল তিনটি শর্ত উত্থাপন করেছে। এ তিনটি শর্ত হল, নিরস্ত্রীকরণ, ইসরাইলকে স্বীকৃতি দেয়া এবং ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত সমস্ত চুক্তি মেনে চলা। এই তিনিটি শর্ত যুক্তরাষ্ট্র আর ইইউর সমর্থন অর্জন করেছে। একই দিন নিউইয়র্কে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের সঙ্গে বৈঠক করার সময় মার্কিন প্রেসিডেন্ট জজ ডাবলিও বুশ বলেছেন, ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত করার জন্যে যুক্তরাষ্ট্র আব্বাসের সঙ্গে একত্রে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। অন্য দিকে আব্বাস বলেছেন, মধ্য-প্রাচ্য শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যাতে অগ্রগতি অর্জিত হয় সেই জন্যে ফিলিস্তিনের যুক্তরাষ্ট্রের সমর্থন আর সাহায্য খুবই প্রয়োজন।
|
|
|