২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও চীন আনুষ্ঠানিকভাবে কৌশলগত অর্থনীতির যে সংলাপ ব্যবস্থা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট বুশ তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই সংলাপ ব্যবস্থা দু'দেশের মধ্যে স্থিতিশীল ও পারস্পরিক উপকারিতামূলক দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের অনুকূল হবে।
বুশ বলেছেন, চীন ও মার্কিন নেতারা উভয়েই মনে করেন যে, স্থিতিশীল ও পারস্পরিক উপকারিতামূলক অর্থনীতির সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্র ও চীনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা মনে করেন, দু'দেশের মধ্যে সার্বিক দ্বিপাক্ষিক অর্থনীতির কাঠামো প্রতিষ্ঠা করা খুব জরুরী। কৌশলগত অর্থনীতির সংলাপ দু'পক্ষের উল্লেখিত লক্ষ্য বাস্তবায়নের জন্য অনুকূল।
বুশ আরও বলেছেন, মার্কিন ও চীনের অর্থনীতি হচ্ছে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির ইঞ্জিন। অব্যাহত উন্নয়নশীল দ্বিপাক্ষিক অর্থনীতির সম্পর্ক থেকে দু'দেশের জনগণের অর্জিত স্বার্থকে সুনিশ্চিত করতে হবে। দু'দেশের জনগণের উচিত মিলিতভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সুযোগের সদব্যবহারের চেষ্টা করা।
|