v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-21 19:33:23    
মার্কিন-চীন আর্থ-বাণিজ্য বিষয়ে মার্কিন নতুন অর্থ মন্ত্রীর নমনীয় ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি

cri
    জুলাই মাসে মার্কিন অর্থ মন্ত্রী নিযুক্ত হওয়ার পর হ্যানরী পালসন প্রথম বারের মতো চীন সফর করছেন । মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে ২০ সেপ্টেম্বর তিনি চীনের উপপ্রধান মন্ত্রী উ ই'র সঙ্গে মিলিতভাবে দু'দেশের কৌশলগত অর্থনীতি বিষয়ক সংলাপের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন । সফরকালে তিনি চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দু'দেশের আর্থ-বাণিজ্য বিষয়ে আলোচনা করবেন । পূর্বসূরীর চেয়ে তিনি চীন সম্পর্কে আরো বেশি জানেন । রেন মিন পি'র বিনিময় হার ও বাণিজ্যের ভারসাম্যহীনতাসহ দু'দেশের আর্থ- বাণিজ্য বিষয়ে তিনি যে নমনীয় ও বাস্তবমুখী বক্তব্য রেখেছেন , তা মানুষের মনে গভীরভাবে ছাপ ফেলেছে ।

    সর্বপ্রথমে রেন মিন পি'র বিনিময় হারের ব্যাপারে পালসনের নমনীয়তা দেখা দিয়েছে । বহুকাল ধরে যুক্তরাষ্ট্রের আংশিক রাজনীতিক ও নির্মাণ শিল্প প্রতিষ্ঠান অভিযোগ করে আসছেন যে , চীন সরকার রেন মিন পি'র বিনিময় হার নিয়ন্ত্রণ করে রফতানি বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে রেন মিন পি'র মুদ্রার মূল্য কমিয়ে দিতো । ফলে দু'দেশের মধ্যে বাণিজ্যের বড় অংকের ঘাটতি দেখা দিতো । সুতরাং তারা রেন মিন পি'র মূল্য বৃদ্ধি চেয়েছেন । কিন্তু পালসন মনে করেন যে , রেন মিন পি'র বিনিময় হার আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরো খাপ খাওয়ানো এবং চীনের আর্থিক শিল্পের আরো উন্মুক্ততা ত্বরান্বিত করা রেন মিন পি'র মূল্য যথাশীঘ্র বৃদ্ধির চেয়ে আরো গুরুত্বপূর্ণ । ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পালসন বলেছেন , রেন মিন পি'র বিনিময় হার সংস্কারের জন্য একটি দীর্ঘমেয়াদী ও টেকসই প্রক্রিয়া প্রয়োজন ।

    ভবিষ্যতের দিক থেকে চীনে বাজার-নির্ভর রেন মিন পি'র বিনিময় হার বিষয়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে । কিন্তু এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে চীনে একটি পূর্ণাঙ্গ পুঁজি বাজার গড়ে তুলতে হবে এবং আর্থিক ব্যবস্থা পুরোপুরি উন্মুক্ত করতে হবে । এ সব কাজ সম্পন্ন করার জন্য বেশ কিছু সময় লাগবে ।

    পালসন বিশ্বের অন্যতম প্রসিদ্ধ আর্থিক শিল্প প্রতিষ্ঠান-গোল্ডম্যানসাচ কোম্পানিতে দশ-বারো বছর উর্ধ্বতন ব্যবস্থাপক পদে অধিষ্ঠিত ছিলেন । তিনি ৭০ বার চীন সফর করেছেন । চীনের গণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিশেষজ্ঞ মিঃ চাও শি চ্যুন বলেছেন , পালসনের অভিজ্ঞতা মার্কিন অর্থনীতির সঙ্গে রেন মিন পি'র বিনিময় হার বিষয়ক সমস্যার সমাধানে অনুকূল হবে ।

    চীন সম্পর্কে পালসনের অভিজ্ঞতা বেশি । তিনি চীনের আর্থিক বাজারের উন্নয়ন ও সংস্কার সম্পর্কেও বেশি জানেন । তিনি জানেন যে , রেন মিন পি'র মূল্য বৃদ্ধি করতে চাওয়া দু'দেশের মধ্যে বাণিজ্যের ভারসাম্যহীনতা নিরসন করা অসম্ভব । কারণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ঘাটতি সারা বিশ্বের অর্থনীতির ভারসাম্যহীনতার ফলাফল । এটা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ফলাফল নয় ।

    রেন মিন পি'র বিনিময় হার সমস্যার সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক সংঘর্ষ হল দু'দেশের আর্থ-বাণিজ্যের আরেকটি মীমাংসাযোগ্য সমস্যা । দু'জন মার্কিন সিনেটর চীনের রফতানি দ্রব্যের ক্ষেত্রে ২৭.৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আদায় করা এবং রেন মিন পি'র মূল্য বৃদ্ধি করতে চাওয়া সংক্রান্ত বিল নিয়ে সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভোট নেয়ার প্রস্তাব করেছেন । এই পরিপ্রেক্ষিতে পাউলসন তার পূর্বসূরী জন স্নোর মতো বাণিজ্যিক সংরক্ষণবাদের পরিপন্থী ।

    তিনি চীনের পণ্যদ্রব্যের ক্ষেত্রে শুল্ক আদায় বিষয়ক প্রস্তাবে রাজী হন নি এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধীতা করেন । তিনি মার্কিন সিনেটরদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পরামর্শ দেবেন ।

চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই বলেছেন ,

    সংলাপ ব্যবস্থার প্রতিষ্ঠা অর্থনৈতিক ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা , দু'দেশের মধ্যে আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ব অর্থনীতির উন্নয়ন এবং স্থিতিশীল ও নিরাপত্তার জন্য অনুকূল হবে ।