মার্কিন প্রেসিডেন্ট বুশ ২০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চিলির সঙ্গে বৈঠক করেছেন।
ছেন চিলি বলেছেন, বর্তমানে চীন ও মার্কিন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে। দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু'দেশের সহযোগিতা ও সমন্বয় ফলপ্রসূ হচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে একবিংশ শতাব্দীতে চীন ও মার্কিন গঠনমূলক সহযোগিতার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দু'দেশের নেতাদের সম্পাদিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান জোরদারসহ দু'দেশের সম্পর্কএগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
বুশ চীন ও মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ছেন চিলির মূল্যায়নের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে মিলিতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যার সমাধান এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
|