২০০৪ সালের নভেম্বর মাস থেকে বিশ্বের প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিষ্ঠার পর চীন ৪৬টি দেশ ও অঞ্চলে ১০৮টি কনফুসিয়াস ইনস্টিটিউট আর ১২টি কনফুসিয়াস ক্লাস গড়ে তুলেছে।
জানা গেছে, এই ১০৮টি কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে বেশির ভাগ এশিয়া, ইউরোপ, আমেরিকায় রয়েছে।
স্থানীয় সম্প্রদায়ের লোকেদের চীনা ভাষা প্রশিক্ষণ দেয়া, বিভিন্ন সংস্থায় চীনা ভাষার শিক্ষক প্রশিক্ষণ করা , চীনা ভাষা সংক্রান্ত পরীক্ষা চালানো এবং চীনা ভাষার শিক্ষকদের যোগ্যতার স্বীকৃতি প্রদানের কাজে বিদেশের কনফুসিয়াস ইনস্টিটিউট দায়িত্ব পালন করছে। তাছাড়া, বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের চীনের সংস্কৃতি, অর্থনীতি ও সমাজসহ বিভিন্ন তথ্য পরিসেবা করছে। সম্প্রতি চীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, কনফুসিয়াস ইনস্টিটিউট পরিচালনায় সাহায্যের ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবে। যাতে চীনা ভাষা শেখার ক্ষেত্রে বিদেশীদের আরো বেশি সুবিধা দেয়া যায়।
|