v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-21 10:37:47    
চায়না ব্যাঙ্ক লিমিডেট কোম্পানি

cri
    চায়না ব্যাঙ্কের পুরো নাম চায়না ব্যাঙ্ক লিমিডেট কোম্পানি, চীনের চারটি রাষ্ট্রীয় ব্যাঙ্কের অন্যতম । এর কাজকর্ম ব্যবসায়িক ব্যাঙ্ক , পুঁজি বিনিয়োগ ব্যাঙ্ক ও বীমার ক্ষেত্রে ব্যাপ্তি রয়েছে । পুঁজির পরিমাণ অনুযায়ী ২০০৫ সালে বৃটেনের "ব্যাঙ্কার "নামক ম্যাগাজিনে চায়না ব্যাঙ্ক"বিশ্বের ১০০০টি বড় ব্যঙ্কের মধ্যে ১৮তম স্থানে রয়েছে"।

    চায়না ব্যাঙ্ক প্রধানত ব্যবসায়িক ব্যাঙ্কের দায়িত্ব পালন করে । এর মধ্যে কোম্পানি ও ব্যক্তি বিশেষের অর্থ ও পুঁজির সার্ভিস ও আর্থিক সংস্থাগুলোর সার্ভিস অন্তর্ভুক্ত রয়েছে ।কোম্পানির সার্ভীস ঋণ জাতীয় পণ্যদ্রব্যের ভিত্তিতে ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত ও সৃজনশীল আর্থিক পরিসেবা দেয় এবং অর্থ আহরণ ও আর্থিক সমাধান পদ্ধতি সরবরাহ করে । ব্যক্তি বিশেষদের সার্ভি ব্যবহারকারীদের ব্যবসায়ীদের প্রয়োজন অনুসারে তাদের টাকা সঞ্চয় করা, ঋণ দেয়া এবং ভিসা কার্ডসহ পরিসেবা দেয় । চীনের আর্থিক শিল্পের একটি বিখ্যাত ট্রেডমার্ক হিসেবে চায়না ব্যাঙ্ক স্থিতিশীলভাবে কোম্পানির ব্যবসা চালু করার পাশা পাশি অনবরত সৃজনশীলতা সৃষ্টি করে । ফলে চীনের ব্যাঙ্কিং শিল্পে অনেক সাফল্য অর্জন করেছে । আন্তর্জাতিক চূড়ান্ত হিসাব করা , বৈদেশিক মুদ্রা ও বাণিজ্যিক পুঁজি আহরণ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে ।

    চায়না ব্যাঙ্কের ১০০ বছরের ইতিহাস সুদীর্ঘ ও উজ্জ্বল । ব্যাঙ্কটি চীনের আর্থিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । ১৯১২ সালে চীন বিপ্লবের পথিকৃত্ সান ইয়াত সেনের অনুমোদনে চায়না ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার আগের ৩৭ বছরে চায়না ব্যাঙ্ক পরপর রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, আন্তর্জাতিক এক্সচেঞ্জ ব্যাঙ্ক এবং বৈদেশিক বাণিজ্য ব্যাঙ্কের ভূমিকা পালন করে । চায়না ব্যাঙ্কের তখনকার উদ্দেশ্য ছিল আন্তরিকতার সঙ্গে জাতীয় আর্থিক শিল্প উন্নত করা । কঠিন ও যুদ্ধজনিত বিশৃঙ্খল পরিবেশে চায়না ব্যাঙ্ক বাজার সম্প্রসারণ করে এবং যুক্তিযুক্তভাবে সংস্কার করে তার অদম্য সৃজনশীলতা প্রকাশ করেছিল । এতে ব্যাঙ্কটি ব্যাঙ্কিং শিল্পের শীর্ষ স্থানে গিয়ে পৌঁছায় এবং এর শাখাগুলোও বিদেশে প্রতিষ্ঠিত হয় । চীনের নিকট ও আধুনিক ব্যাঙ্কিংয়ের ইতিহাসে চমত্কার সাফল্য অর্জন করে ।

    ১৯৪৯ সালে চায়না ব্যাঙ্ক বিশেষ রাষ্ট্রীয় বৈদেশিক এক্সচেঞ্জ ব্যাঙ্ক হিসেবে চীনের অর্থনৈতিক গঠনকাজে ও সমাজিক উন্নয়নে বিরাট অবদান রাখেছে । ১৯৯৪ সালে আর্থিক ব্যবস্থার সংস্কারের সঙ্গে সঙ্গে চায়না ব্যাঙ্ক রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাঙ্কে পরিণত হয় । অন্য তিনটি রাষ্ট্রীয় ব্যাঙ্কের সঙ্গে রাষ্ট্রীয় আর্থিক শিল্পের স্তম্ভে পরিণত হয় ।

    চায়না ব্যাঙ্ক হচ্ছে চীনের সবচেয়ে আন্তর্জাতিকায়ন বাণিজ্য ব্যাঙ্ক । ১৯২৯ সালে চায়না ব্যাঙ্ক লন্ডনে তার প্রথম শাখা চালু করে । এরপর বিশ্বের বিভিন্ন আর্থিক কেন্দ্রে তার শাখাগুলো চালু করে । বর্তমানে বিশ্বের ২৭টি দেশ ও অঞ্চলে এর শাখা প্রতিষ্ঠিত হয়েছে । এদের মধ্যে চীনে প্রায় ১১ হাজার এবং বিদেশে প্রায় ৬০০শ'রও বেশি । ১৯৯৪ সালে এবং ১৯৯৫ সালে চায়না ব্যাঙ্ক হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে টাকা ছাড়ার ব্যাঙ্কে পরিণত হয় । ২০০৪ সালের ১৪ জুলাই, চায়না ব্যাঙ্ক তুমুল প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮সালে পেইচিং অলিম্পিক গেম্সের একমাত্র সহযোগিতামূলক অংশীদারী ব্যাঙ্কে পরিণত হয়েছে । বহু বছরের প্রচেষ্টায় চায়না ব্যাঙ্ক বিভিন্ন মহলের কাছে ও সংবাদমাধ্যমে ব্যাপক সমাদৃত হয়েছে । "ইউরোপীয় মুদ্রা "নামক ম্যাগাজিন পরপর ৮বার এই ব্যাঙ্কটিকে "চীনের শ্রেষ্ঠ ব্যাঙ্ক" হিসেবে নির্বাচন করে এবং পরপর ১৬ বছর "ফরটুন "ম্যাগাজিনের বিশ্বের ৫০০টি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।