সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি আগের মতো আপনাদের পছন্দের গানগুলো প্রচার করবো।
বাংলাদেশের বগুড়া জেলার আটমূল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের এম. শামসুল ইসলাম, গোলাপী ইসলাম, রহিমান আকতার পাখি, রাবেয়া বেগম বেবি, নাজনীন সুলতানা, মাহফুজুল ইসলাম, সুলতান মোহাম্মদ আমাদের অনুষ্ঠানে রুনা লায়নার কন্ঠে "এই বৃষ্টি ভেজা রাতে"নামে গানটি শুনতে চান। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনাদের চাওয়াকে পাওয়ায় পরিণত করতে আমি গানটি শোনাবো।
বাংলাদেশের জামালপুর জেলার ব্রাইট লাইফ ওয়ার্ল্ড রেডিও ফ্যান ক্লাবের সভাপতি মো: সুরুজ্জামান তরফদার আমাদের চাওয়া পাওয়াতে আব্দুল জব্বারের কন্ঠে যে কোনো একটি গান শুনতে চান। এখন আমি "ওরে নীল দরিয়া"নামে আব্দুল জব্বারের গাওয়া গানটি শোনাবো। আশা করি আপনি পছন্দ করবেন।
বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম.এ.বারিক তাঁর চিঠিতে লিখেছেন, আমি বাংলাদেশের দুজন শিল্পী আসিফ এবং আইয়ুব বাচ্চুর কন্ঠে যে কোনো একটি গান শুনতে চাই। আচ্ছা, এখন আমি আপনার চাওয়া পূরণ করছি। আমাদের আগের অনুষ্ঠানে আমি আসিফের কন্ঠে গান বারবার প্রচার করেছি। তাই এখন "রূপালী গিটার "নামে আইয়ুব বাচ্চুর গাওয়া গানটি শোনাবো। ভবিষ্যতের অনুষ্ঠানে সুযোগ পেলে আমি আসিফের কন্ঠে গান প্রচার করবো। আসুন, বন্ধুরা আমরাও একসঙ্গে গানটি শুনবো।
পশ্চিম বঙ্গেঁর নদীয়া জেলার স্বাগতম ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের ধীরেন বসাক, অনিতা বসাক, নন্দিতা বসাক আমাদের অনুষ্ঠানে এ্যান্ড্রু কিশোরের গান শুনতে চান। গানের কথা হলো: ওরে মানুষ রঙ্গীন ফানুষ দম ফুরালো। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
আচ্ছা, সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।
|