প্রণালীর দুই পারের নারী সমাজের আদান-প্রদান সংক্রান্ত তৃতীয় ফোরাম ২০ সেপ্টেম্বর শেষ হয়েছে । নিখিল চীন নারী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ছেন সিউ রোন একই দিন অনুষ্ঠিত একটি অধিবেশনে বলেছেন , প্রণালীর দুই পারের নারীরা সংযোগ বাড়িয়ে আদান-প্রদান ও সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করবেন ।
তাইওয়ান প্রণালীর দুই পার আর হংকং ও ম্যাকাওয়ের ১৩ শ' নারী প্রতিনিধি এই ফোরামে অংশ নিয়েছেন । প্রতিনিধিরা ফোরামে নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন আর নারীর শিক্ষা ও সুষমলিঙ্গ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন ।
ছেন সিউ রোন বলেছেন , প্রণালীর দুই পারের আদান-প্রদান ও সহযোগিতা তরান্বিত করার জন্য পরবর্তীকালে দুই পারের নারী সমাজ নিয়মিত সফর বিনিময় , আলোচনা সভা অনুষ্ঠান আর সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবে ।
|