v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-20 19:25:02    
চীনে দুর্গতদের পুনর্বাসন ও দুর্যোগোত্তর পুনর্গঠন পুরোদমে চালানো হচ্ছে

cri
    এবছর চীনে ১৯৯৮ সালের পর থেকে সবচেয়ে গুরতরভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে । বিবিধ দুর্যোগে মোট ২ হাজারেরও বেশি জন মারা গেছে , ৫ শোরও বেশি লোক নিখোঁজ হয়েছে এবং সরাসরি অর্থনৈতিক ক্ষতি ১৯০ বিলিয়ন ইউয়ানেরও বেশি হয়েছে । বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে পুরোদমে দুর্গতদের পুনর্বাসন ও দুর্যোগোত্তর বিধ্বস্ত বাড়িঘরের পুনর্গঠন কাজ চালানো হচ্ছে ।

    এবছর চীনে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে । জুন মাসের শেষ দিক থেকে আগস্ট মাসের প্রথম দিক পর্যন্ত গড়পড়তা ন' দিনে একবার টাইফুন হয়েছে । টাইফুন যে এত বেশী দেখা দিয়েছে যে , তা অভূতপূর্ব ।

    টাইফুনের আঘাতে বিপুল সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে । ফলে দুর্গত এলাকাগুলোতে জনগণের জানমাল গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । দুর্যোগ মোকাবেলা করার জন্য চীন সরকার বেশ কয়েকটি জরুরী ব্যবস্থা নিয়েছে এবং পুরোদমে ত্রাণ কাজ চালিয়েছে । এ পর্যন্ত চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো মোট ৪০ বার জরুরী ত্রাণ কাজ চালিয়েছে এবং দুর্গত এলাকার জরুরী ত্রাণ ও পুনর্গঠন সাহায্য করার জন্য ৭ বিলিয়ন ইউয়ানেরও বেশি বরাদ্দ করেছে ।

    দুর্গতদের অন্ন- বস্ত্র, আবাস ও তাদের বাচ্চাদের লেখাপড়ার সমস্যা যাতে মীমাংসা করা যায় , সেজন্য চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় দুর্যোগোত্তর পুনর্গঠনের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবস্থা নিয়েছে । বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের ত্রাণ বিভাগের কর্মকর্তা চাং সিয়াও নিন সংবাদদাতাকে বলেছেন ,

    তারা বিভিন্ন অঞ্চলকে একাগ্রচিত্তে পুনর্গঠনের কার্যক্রম প্রণয়ন করা , গৃহহারাদের পুনর্বাসন নিশ্চিত করা এবং চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের আগে দুর্গতদের জন্য নতুন বাসায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ।

    জানা গেছে , চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি ফু চিয়ান , হুনান , চে চিয়াং প্রভৃতি দুর্গত এলাকায় কর্ম গ্রুপ পাঠিয়েছে । গ্রুপ দুর্গত এলাকার পুনর্গঠনের ব্যবস্থাপনা ও পুনর্গঠনের ব্যাপারে অর্থ বরাদ্দ সম্পর্কে জরীপ চালিয়েছে এবং এ সব ব্যবস্থা যথাশীঘ্র বাস্তবায়নের নির্দেশ দিয়েছে । গ্রুপের নেতা , চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের ত্রাণ বিভাগের মহাপরিচালক ওয়াং চেং সিয়ান এ প্রসঙ্গে বলেছেন ,

    পুনর্গঠন কাজ ভালভাবে চলছে । ত্রাণ কাজ চালানোর ক্ষেত্রে অর্থও যথা সময় বরাদ্দ হয়েছে । দুর্গতদের ত্রাণ কাজে নগদ অর্থ ও সামগ্রীসমূহ স্বচ্ছ ও খোলাখুলিভাবে বিতরণ করা হয়েছে ।

    ওয়াং চেং ইয়াও বলেছেন , বর্তমানে চীনের বিভিন্ন দুর্গত এলাকায় পুনর্বাসনের কার্যক্রম প্রণয়ন করা হচ্ছে । সরকারের তত্ত্বাবধান ও নির্দেশনায় বাড়িঘরের পুনর্গঠন চালানো হচ্ছে , পুনর্গঠন প্রকল্পের উত্কৃষ্টতা ও তা পরীক্ষার ব্যাপারে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং নির্মাণের সামগ্রী বাজারের প্রতি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা জোরদার হচ্ছে ।

    দক্ষিণ-পূর্ব চীনের ফু চিয়ান প্রদেশ এমন একটি প্রদেশ , যে প্রদেশ এবছর দুর্যোগে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এ প্রদেশের দুর্যোগোত্তর পুনর্গঠনে কিছুটা সুফল অর্জিত হয়েছে ।

    টাইফুনের আঘাতে ফু চিয়ান প্রদেশের ফু তিন শহরের ইয়াং চুং গ্রামের গ্রামবাসী চেং চি স্যু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন । তার তিনটি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে , অর্থনৈতিক ক্ষতি ২০ হাজার ইউয়ানেরও বেশি হয়েছে । তার পরিবারের পুনর্গঠনের কাজ সাফল্যের সঙ্গে চলছে ।

    টাইফুনের আঘাতের পরের দিন আমার পরিবারকে দু' বস্তা চাল ও একটি তাবু দেয়া হয়েছে । পরে আমরা আরো চার বস্তা চাল ও জামা-কাপড় পেয়েছি । বাড়িঘরের পুনর্গঠনের জন্য আমার পরিবারকে সরকারের পক্ষ থেকে ৬ হাজার ইউয়ান এবং গ্রামের পক্ষ থেকে ২ হাজার ইউয়ান ভর্তুকী দেয়া হয়েছে ।

    জানা গেছে , বর্তমানে চীনের সংশ্লিষ্ট বিভাগ দুর্গত এলাকার পুনর্গঠন সাহায্যের ব্যবস্থা জোরদার করেছে । যাতে শীতকালের আগে আরো বেশি দুর্গতদের পুনর্বাসন করা যায় ।