|
|
(GMT+08:00)
2006-09-20 17:35:08
|
|
আন্তর্জাতিক তহবিল সংস্থা চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্যদেশগুলোকে সাহায্য দেবে
cri
আন্তর্জাতিক তহবিল সংস্থার প্রধান রোড্রিগো দে রাটো ২০ সেপ্টেম্বর সিংগাপুরে বলেছেন , ব্যাংকিং পরিবেশের পরিবর্তন থেকে সৃষ্ট চ্যালেঞ্জের মোকাবেলায় তহবিল সংস্থা সদস্যদেশগুলোকে সাহায্য দেবে । একই দিন আন্তর্জাতিক তহবিল সংস্থা ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় রাটো এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , বার্ষিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা গোটা পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যত ও সম্মুখীনচ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেছেন এবং আন্তর্জাতিক তহবিল সংস্থার প্রতি সদস্য দেশগুলোর অনুরোধ ব্যক্ত করেছেন । তারা বলেছেন , আন্তর্জাতিক তহবিল সংস্থাকে নিজের কর্মব্যবস্থা আরো নিখুঁত করতে হবে , বিভিন্ন দেশের অর্থনীতির সঙ্গে আন্তর্জাতিক ব্যাংকিং বাজারের সম্পর্ক সম্বন্ধে গবেষণা জোরদার করতে হবে এবং তত্ত্বাবধান ও আলাপ পরামর্শের মাধ্যমে ব্যাংকিং পরিবেশের পরিবর্তন থেকে সৃষ্টি হুমকির মোকাবেলায় সদস্যদেশগুলোকে সাহায্য করতে হবে ।
রাটো বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধীতা করা আর যততাড়াতাড়ি সম্ভব দোহা রাউন্ড আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন ।
|
|
|