১৯ সেপ্টেম্বর চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাই চুন পেইচিংয়ে বলেছেন , নতুন পরিস্থিতিতে চীন ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সার্বিক সহযোগিতার প্রধান কাজ হল নতুন ধরনের কৌশলগত অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠা। এই ধরনের নতুন সম্পর্কের বৈশিষ্ট্য হল দু' পক্ষরাজনৈতিক ক্ষেত্রে আস্থাশীল , অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আদান- প্রদান করে । আফ্রিকার ফরাসী ভাষী দেশগুলোর এক যৌথ সাংবাদিক দলের সঙ্গে এক সাক্ষাত্কারে চাই চুন এই কথা বলেছেন ।
চাই চুন আফ্রিকা দেশগুলোর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন ও তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের তাত্পর্য ও প্রস্তুতির অবস্থা ব্যাখ্যা করেছেন । তিনি আশা প্রকাশ করে বলেছেন , আফ্রিকার সাংবাদিকরা যেন পরিদর্শনের মাধ্যমে চীন সম্পর্কে আরো বেশি জানতে পারবেন , চীন ও আফ্রিকার দেশগুলোর জনগণের ঐতিহ্যিক মৈত্রী ও সহযোগিতা অনুভব করবেন এবং চীনা জনগণ ও আফ্রিকান জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়ানোর চেষ্টা করবেন ।
|