মার্কিন জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মাদাম কারেন হার্বের্ট ১৯ সেপ্টেম্বর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে জ্বালানী সম্পদ সমস্যায় সহযোগিতা করার সম্পর্ক রয়েছে।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে জ্বালানী সম্পদ নিরাপত্তা নিয়ে কিছু মতভেদ রয়েছে। তবে চীনের সঙ্গে শক্তি সম্পদ বিষয়ে সহযোগিতা জোরদারের বিষয়টি দু'দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।
এর আগে তিনি গত সপ্তাহে চীনের হাং চৌ শহরে অনুষ্ঠিত দু'দেশের জ্বালানী সম্পদ নীতি সংক্রান্ত সংলাপে কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গে বিশ্বের জ্বালানী সম্পদের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা করা, জ্বালানী সাশ্রয়ী সংক্রান্ত প্রযুক্তি সহযোগিতা চালানো বিষয়ে পরামর্শ করেছেন। দু'পক্ষ নতুন জ্বালানী সম্পদ এবং পুনঃব্যবহার্য জ্বালানী সম্পদ উন্নয়ন দু'দেশের সহযোগিতার প্রধান ক্ষেত্রে হিসেবে চিহ্নিত করেছে।
|