মার্কিন অর্থমন্ত্রী হেনরি পালসন প্রথম বারের মতো চীন সফরের উদ্দেশ্যে ২০ সেপ্টেম্বর সকালে বিশেষ বিমান যোগে পেইচিংয়ে পৌঁছেছেন।
জানা গেছে, তিনি পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। চীনের উপপ্রধানমন্ত্রী উ ই তাঁর সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি , অর্থমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্য ও দ্রব্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির দায়িত্বশীল ব্যক্তি তাঁর সঙ্গে বৈঠক করবেন। এর পাশা পাশি বোলসন চীনের শিল্পপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি চীন -মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক , বিশেষ করে দু'দেশের আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় জোরদার করা, দু'দেশের গঠনমূলক সহযোগিতা সম্পর্ক ত্বরান্বিত করা ইত্যাদি বিষয়ে মত বিনিময় করবেন।
|