 ১৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের সামরিক পক্ষ রাজনৈতিক অভিযানের মাধ্যমে রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করার পর ২০ সেপ্টেম্বর ভোরে অন্তর্বর্তিকালীন সরকারের ৩জন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচন করেছে ।
থাইল্যান্ডের সামরিক পক্ষের সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেছেন, ৩জন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন রাজনৈতিক অভিযানের প্রধান পরিচালক, স্থল বাহিনীর কম্যান্ডর সনথি বুনয়ারাটকালিন , থাইল্যান্ডের সর্বোচ্চ আদালদের প্রধান আকারাটোর্ন ছুলারাট এবং থাইল্যান্ডের প্রেভি কাউন্সেলার মন্ত্রী সুরায়ুদ ছুলাননট ।
জানা গেছে, ২০ সেপ্টেম্বর সকালে চূড়ান্ত পদপ্রার্থী নির্ধারিত হয় । কিন্তু আন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও আন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর কার্যমেয়াদ ইত্যাদি তথ্য এখনো জানানো হয় নি ।
থাইল্যান্ডের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী থাক্সিন শিনাওয়াট্রার সঙ্গে বিদেশে সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীসভার সদস্য ছাড়া, থাইল্যান্ডে সাবেক মন্ত্রীসভার প্রধান সদস্যরা নিখোঁজ রয়েছেন ।
১৯ সেপ্টেম্বর রাতে থাইল্যান্ডের স্থল বাহিনীর সাধারণ কম্যান্ডর আকস্মিকভাবে সামরিক অভিযান চালিয়েছেন এবং থাইল্যান্ডের রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন।
|