**চীনের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তির বারান্দা খোলা হবে
পেইচিংয়ের শতাব্দী বেদীতে প্রতিষ্ঠিত চীনের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের প্রতিকৃতি সজ্জিত বারান্দা ২০০৮ সালের আগে সাধারণ নাগরিকদের কাছে খোলা হবে ।
শতাব্দী বেদীর উপরতলার বারান্দায় চীনের ইতিহাসের বিভিন্ন সময়ের ৪০জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি স্থান পেয়েছে ।
**নবম পেইচিং আন্তর্জাতিক সংগীত উত্সব অনুষ্ঠিত হচ্ছে
নবম পেইচিং আন্তর্জাতিক সংগীত উত্সব ২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
চীন-রাশিয়া সংস্কৃতি বর্ষ , চীন -ইতালি সংস্কৃতি বর্ষ , অষ্ট্রিয়ার সুরকার মোজাটের আড়াই শ' জন্মবার্ষিকী ও রাশিয়ার সুরকার শোস্তাকোভিটচের শততম জন্মবার্ষিকী উদযাপন হবে বর্তমান সংগীত উত্সবের চারটে প্রধান বিষয় । উত্সব চলাকালে মোট ২৬টি সংগীতানুষ্ঠান আয়োজিত হবে ।
প্রথম পেইচিং আন্তর্জাতিক সংগীত উত্সব ১৯৯৮ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । এই উত্সব প্রতিবছরের শরত্কালে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়।
**অষ্টম সাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সব অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে
অষ্টম সাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সব ১৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাংহাইয়ে আয়োজন করা হবে ।
জানা গেছে , এই উত্সবে অনুষ্ঠান পরিবেশন , প্রদর্শনী আয়োজন , অপেশাদার শিল্পীর অনুষ্ঠান পরিবেশন , শিল্পকলা সম্পর্কিতফোরাম অনুষ্ঠান ইত্যাদি বিষয় থাকবে ।
প্রথম সাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সব ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয় ।
**দ্বিতীয় হলিউড চীনা চলচ্চিত্র উত্সব সেপ্টেম্বর আয়োজন করা হবে
দ্বিতীয় হলিউড চীনা চলচ্চিত্র উত্সব পয়লা নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলার্স , ক্যানাডার ভ্যাকুভা ও চীনের পেইচিং শহরে আয়োজন করা হবে । চীনের ৭টি চলচ্চিত্র এই উত্সবে দেখানো হবে ।
জানা গেছে , এই উত্সব চলাকালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলার্স ও ভ্যাকুভায় চীনা চলচ্চিত্র দেখানো ছাড়া শ্রেষ্ঠ ছবি নির্বাচন করা হবে । পুরষ্কার বিরতণ অনুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
২০০৬ সালের আন্তর্জাতিক গ্রন্থস্বত্বফোরাম ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত
**আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব ফোরাম-- ২০০৬ ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । এটা হচ্ছে গ্রন্থস্বত্ব সম্পর্কিত সর্বোচ্চ ও বৃহতম আন্তর্জাতিক ফোরাম ।
চীনের প্রেস ও প্রকাশনা প্রশাসন , জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো , বিশ্ব স্বত্বাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের মোসন পিক্চার এসোসিয়েশন প্রভৃতি সংস্থার দু শ' প্রতিনিধি এই ফোরামে অংশ নিয়েছেন ।
|