ছ' পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী বিভিন্ন পক্ষের প্রতি চীনের আহ্বান
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কান ১৯ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, ছ'পক্ষীয় বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার হয় সেই জন্য কোরীয় উপ-দ্বীপ পরমাণু ইস্যু সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী সংশ্লিষ্ট পক্ষের সংযম বজায় রাখতে হবে। তিনি বলেছেন, চীন সব সময় মনে করে , সমস্যার সমাধান করার জন্যে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা করা উচিত। চীন শাস্তি দেয়ার বিরোধীতা করে। বর্তমানে কোরীয় উপ-দ্বীপের পরিস্থিতি জটিল এবং স্পর্ষকাতর। তিনি বলেছেন, চীন এখনও মনে করে, ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে কোরীয় উপ-দ্বীপেরপরমাণু সমস্যা সমাধানের কার্যকর এবং বাস্তব পদ্ধতি।
|
|