|
|
(GMT+08:00)
2006-09-19 19:46:10
|
চলতি বছর চীনের খাদ্য উত্পাদনের পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে
cri
১৮ সেপ্টেম্বর হারবিন শহরে আয়োজিত একটি অধিবেশনে চীনের রাষ্ট্রীয় খাদ্যশস্য ও ভোজ্য তেল তথ্য কেন্দ্রের পরিচালক সাং জান মিন বলেছেন, ২০০৪ আর ২০০৫ সালে চীনের খাদ্যশস্যের পরিমাণ দ্রুতভাবে বাড়ছে। চলতি বছর যদিও চীনের কোনো কোনো অঞ্চলে গুরুতর প্রাকৃতিক দুযোর্গ দেখা দিয়েছে তবু খাদ্যশস্যের উত্পাদনের পরিমাণ মোলিকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছর ৪৯ কোটি টনেরও বেশী খাদ্য উত্পাদিত হবে বলে আশা করা হচ্ছে। সবর্শেষ উপাত্তে দেখা গেছে , গম, ধান , ভুট্টা এ তিনটি প্রধান শস্যের মধ্যে চলতি বছর গম এবং ভু্ট্টার মোট উত্পাদনের পরিমাণ গত বছরের চাইতে কিছুটা বেড়েছে। ধানের মোট উত্পাদন পরিমাণ গত বছরের সমান হয়েছে। চীনের খাদ্য বিভাগের কর্মকর্তা বলেছেন, যদিও চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিস্থতিতে মোটামূটি স্থিতিশীলতা দেখা দিয়েছে তবু চীনের খাদ্যের চাহিদা নিরাপত্তা সমস্যা দীর্ঘকাল ধরে বিরাজ করবে।
|
|
|