সম্প্রতি প্রকাশিত চীনের অধিবাসীদের স্বাস্থ্যের অবস্থা সংক্রান্ত দ্বিতীয় জরীপ রির্পোট থেকে জানা গেছে , চীনের অধিবাসীদের স্বাস্থ্যের অবস্থা ২০০০ সালের চেয়ে কিছুটা উন্নত হয়েছে , তবে স্বাভাবিক ফিগার বজায় রাখা আর শরীরের বিভিন্ন অংশের কার্যকরভূমিকা রক্ষার মান ২০০০ সালের চেয়ে কিছুটা কমেছে ।
রির্পোটে আরো বলা হয়েছে , চীনা অধিবাসীদের স্বাস্থ্যের অন্যতম পরিবর্তন হলো পুরুষরা আগের চেয়ে কিছুটা মোটা হয়েছে । ৪০ থেকে ৪৪ বছর বয়সের পুরুষদের মধ্যে মোটার হার সবচেয়ে বেশি । তা ছাড়া , শহরের ২০ থেকে ৬৯ বছর বয়সের নাগরিকদের স্বাস্থ্য একই বয়সের গ্রামবাসীর চেয়ে ভালো আর পূর্বাঞ্চলের অধিবাসীদের স্বাস্থ্য পশ্চিমাঞ্চলের অধিবাসীদের চেয়ে ভালো ।
|