ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ' ছিনতাও ' ও সরবরাহ জাহাজ ' হোংজে হ্রদ' নিয়ে গঠিত চীনের নৌবাহিনীর একটি নৌবহর ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক বন্দর সেন দিয়াগোতে পৌঁছে যুক্তরাষ্ট্রে তিন দিন ব্যাপী মৈত্রী সফর শুরু করেছে ।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দক্ষিণ- পশ্চিম সামরিক অঞ্চলের প্রধান জেনারেল লেন হেরিন একটি অর্ভ্যথনা অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন , দুটি দেশের নৌবাহিনীর মধ্যে সফর বিনিময় আঞ্চলিক শান্তি রক্ষা এবং সন্ত্রাসদমনে দু'দেশের সহযোগিতা আরো জোরদারের জন্য অনুকুল ।
চীনের নৌবাহিনী প্রতিনিধি দলের প্রধান , চীনের পেইহাই নৌবহরের উপপধান ওয়াং ফু শান অভ্যর্থনা অনুষ্ঠানে বলেছেন , চীনা জনগণ ও নৌবাহিনীর মৈত্রীদূত হিসেবে চীনের নৌবাহিনীর দুটি জাহাজ সহযোগিতা বাড়ানো ও মৈত্রী জোরদার করার জন্য এসেছে । আমরা দুটি দেশের সৈন্যবাহিনী , বিশেষ করে নৌবাহিনীর মধ্যে আদান প্রদান জোরদার করবে ।
|