আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার ১৮ সেপ্টেম্বর সিংগাপুরে ১৮৪টি সদস্য দেশের সম্মেলনে গৃহিত হয়েছে যে, চীন, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও তুরস্ককে আরো বেশি ভোটদানের অধিকার দেবে।
জানা গেছে, ৯০.৬ শতাংশ সদস্য দেশ এই প্রস্তাব সমর্থন করে। এখন চীনের ভোটদান কোটা ২.৯৮% থেকে ৩.৭২% হয়েছে। দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও তুরস্কের কোটা যথাক্রমে ১.৩৫%, ১.৪৫% এবং ০.৫৫ শতাংশ হয়েছে।
জানা গেছে, এবার হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার ৬০ বছরের মধ্যে বৃহত্তম সংস্কার। আগে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের এ সংস্থায় অধিকার ছিলো বেশি। এবার এশিয়া ও অন্যান্য উন্নয়নশীল দেশ আরো বেশি অধিকার পেয়েছে।
|