|
|
(GMT+08:00)
2006-09-19 18:44:28
|
থাং চিয়া শিয়েন : স্বাধীন তাইওয়ান প্রয়াসের দৃঢ় বিরোধীতা আর প্রশমিত করা উচিত(ছবি)
cri
চীনের রাষ্ট্রীয় কাউনসিলার থাং চিয়া শিয়েন ১৯ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, স্বাধীন তাইওয়ানের তত্পরতার বিরোধীতা করা হলেই কেবল তাইওয়ান প্রণালীর দু' পারের অর্থনৈতিক সহযোগিতার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা যায় এবং দু পারের অর্থনৈতিক অভিন্ন উন্নয়ন তরান্বিত করা সম্ভব। চীনের কুওমিনডাং পাটির ভাইস চেয়ারম্যান চিয়াং পিন খুয়েন ও তাঁর সফররত দলের সঙ্গে সাক্ষাত করার সময় থাং চিয়া শিয়েন বলেছেন, তাইওয়ান প্রণালীর দু পারের স্বদেশীয়দের অভিন্ন প্রয়াসের মাধ্যমে স্বাধীন তাইওয়ান প্রয়াসী তত্পরতা ঠেকানো যায় এমন ইতিবাচক উপাদান বেড়েছে। দু পারের সম্পর্ক শান্তিপূর্ণ আর স্থিতিশীলতার দিকে বিকশিত হওয়ার প্রবণতা বাড়ছে। কিন্তু স্বাধীন তাইওয়ান প্রয়াসের সম্ভবনাবিপদ দূর হয়নি। তিনি আরও বলেছেন, বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে, কুওমিনডাং আর কমিউনিস্ট পাটির মধ্যে নির্দিষ্ট সময়ে আদান-প্রদানের প্লাটফর্ম স্থাপিত হলে দু পারের স্বদেশীয়দের মৌলিক স্বার্থ সশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা যায়।
|
|
|