তাইওয়ান প্রণালীর দু'পারের নারী সংক্রান্ত উন্নয়ন ও আদান-প্রদান বিষয়ক তৃতীয় সেমিনার ১৯ সেপ্টেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। দু'পার এবং হংকং ও ম্যাকাও অঞ্চলের নারীদের প্রায় এক হাজার তিন শ' প্রতিনিধি সেমিনারে অংশ নিয়েছেন। তা হচ্ছে দু'পারের নারীদের ধারাবাহিক আদান-প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রতীক।
তাইওয়ান প্রণালীর দু'পারের নারীদের ধারাবাহিক আদান-প্রদান কার্যক্রম হচ্ছে "সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করা"। এর প্রধান প্রধান বিষয়ের মধ্যে রয়েছে: নারীদের কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনীতির উন্নয়ন, নারীর শিক্ষা ও সুষমলিঙ্গ, নারীদের পত্রিকা ও নারীদের প্রতিমূর্তি নির্মাণ এবং পরিবারের শিক্ষা ও শিশুদের উন্নয়নসহ চারটি বিশেষ বিষয় এবং পেইচিং , শাংহাই ও ফুচিয়েন প্রভৃতি শহরে গিয়ে তা প্রদর্শন করা।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির উপ-চেয়ারম্যান, নিখিল চীন জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান কু সিউলিয়েন দু'পারের নারী সংক্রান্ত উন্নয়ন ও আদান-প্রদান বিষয়ক তৃতীয় সেমিনারে বলেছেন, বর্তমানে দু'পারের দুর্লভ উন্নয়নের সুযোগ রয়েছে। তিনি আশা করেন, দু'পারের নারীরা যার যার দায়িত্ব পালন করবেন। দু'পারের আর্থ-বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবেন এবং দু'পারের অর্থনীতির পারস্পরিক উপকারিতামূলক ও উভয়ের কল্যাণ, সংস্কৃতির অভিন্ন সমৃদ্ধি, বিভিন্ন বিষয়ের সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে সক্রিয় অবদান রাখবেন।
|